ওয়েব ডেস্ক : ভুয়ো কাগজপত্র নিয়ে ডাক্তারিতে ভর্তির চেষ্টা। আর তাতেই বিপত্তি। কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনা। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে এসে তাদের গ্রেফতার করে নিয়ে যায়। তদন্ত শুরু হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  অটো-দৌরাত্ম্যের শিকার খোদ রাজ্যের মন্ত্রী


জানা গেছে, রাজস্থান থেকে  ওই দুই ছাত্র এ'রাজ্যে আসে। উদ্দেশ্য ডাক্তারিতে ভর্তি হবে। তবে, তারা ভুয়ো কাজগপত্র নিয়ে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তির চেষ্টা করে বলে অভিযোগ। কিন্তু ওই নথিপত্রে জালিয়াতি ধরে ফেলে হাসপাতাল কর্তৃপক্ষ। খবর দেওয়া হয় টালা থানার পুলিসকে। তাঁরাই এসে গ্রেফতার করে দুই অভিযুক্তকে।