ওয়েব ডেস্ক: সোয়াইন ফ্লুতে একই দিনে মৃত্যু হল দুজনের। এক শিশু ও একজন মহিলা। মুকুন্দপুরের AMRI হাসপাতালে মারা গেছে ৪ বছরের এক শিশু। নাম সোহম ঘোষ। বাড়ি নদিয়ার তাহেরপুরে। ১২ই এপ্রিল তার জ্বর আসে। ১৭ই এপ্রিল ভর্তি করা হয় হাসপাতালে। ১৮ই এপ্রিল সোয়াইন ফ্লু ধরা পড়ে। শেষ ১০ দিন ভেন্টিলেশনে ছিল সোহম। অন্যদিকে, সল্টলেক AMRI হাসপাতালে এক মহিলার মৃত্যু হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন গাড়িতে নারী নিরাপত্তা নিশ্চিত করতে ডিভাইস বের করেছে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট


নাম সোমা ঘোষ। বাড়ি নদিয়ার কল্যাণীতে। প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। রক্তে H1N1 ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। এর আগে ২৮ এপ্রিল বেলভিউ ক্লিনিকে এক মহিলার মৃত্যু হয়। শহরের বিভিন্ন হাসপাতালে এখন ভর্তি রয়েছে ৬০ জনের বেশি সোয়াইন ফ্লু আক্রান্ত। 


আরও পড়ুন  অকালে শেষ হয়ে গেল সনিকা সিং চৌহানের ঝলমলে কেরিয়ার