নিজস্ব প্রতিবেদন : রাতে দু'ঘণ্টার টানা বৃষ্টি। আর তাতেই জল জমার চেনা ছবি ফিরে এল দক্ষিন ও মধ্য কলকাতার বিভিন্ন এলাকায়। গোড়ালি থেকে হাঁটু জলে সেই পরিচিত দুর্ভোগের ছবিই উঠে এল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



রাতে দু ঘণ্টায় প্রায় ১৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাতের টানা বৃষ্টিতে দক্ষিন কলকাতার চেনা জল জমার ছবি ফিরল শহরে। জল জমে গিয়েছে খিদিরপুর, বেহালা, আলিপুর এলাকায়।  খিদিরপুরে কার্ল মার্কস সরণী, আলিপুরের বডিগার্ড লাইন এবং বেহালা, সখের বাজার, শীলপাড়ায় জল জমেছে। কোথাও গোড়ালি পর্যন্ত জল আবার কোথাও হাঁটু পর্যন্ত জল জমেছে।


আরও পড়ুন - আজই কি বিজেপি-তে যোগ দিচ্ছেন শোভন চট্টোপাধ্যায়?


বৃষ্টিতে জল জমার সেই চেনা ছবি মধ্য এবং উত্তর কলকাতাতেও। কলেজ স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ,  মহাত্মা গান্ধী রোড, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, মুক্তারাম বাবু স্ট্রিট এবং বড়বাজার এলাকায় নিচু জায়গায় জল জমেছে। ইতিমধ্যেই জমা জল বের করতে ম্যান হোল খুলে দিয়েছেন পুরসভার কর্মীরা। কিন্তু জল জমার ফলে সাধারণ মানুষের সেই পরিচিত দুর্ভোগের ছবিই উঠে এসেছে।