আজই কি বিজেপি-তে যোগ দিচ্ছেন শোভন চট্টোপাধ্যায়?
মঙ্গলবারই ইঙ্গিত মিলেছিল যে তৃণমূলের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের দূরত্ব ক্রমশ বাড়ছে।
নিজস্ব প্রতিবেদন : বুধবারই কি বিজেপি-তে যোগ দিচ্ছেন শোভন চট্টোপাধ্যায়? জোরালো হচ্ছে জল্পনা। মঙ্গলবার রাতের উড়ানেই দিল্লি পৌঁছে গিয়েছেন শোভন। আজই পদ্মশিবিরের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের সম্ভবনা শোভন চট্টোপাধ্যায়ের। যদিও সূত্রের খবর, বিজেপিতে শোভনের যোগদানের দিনক্ষণ নাকি এখনও চূড়ান্ত হয়নি।
মঙ্গলবারই ইঙ্গিত মিলেছিল যে তৃণমূলের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের দূরত্ব ক্রমশ বাড়ছে। পশ্চিমবঙ্গ বিধানসভার মৎস্য ও প্রাণীসম্পদ বিষয়ক স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দেন তিনি। গত শনিবার শোভন চট্টোপাধ্যায়কে ফোন করেছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন, শোভনবাবু না থাকায় দীর্ঘদিন ওই স্ট্যান্ডিং কমিটির বৈঠক হচ্ছে না। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্ট্যান্ডিং কমিটির অন্যান্য সদস্যরা। শোভনবাবুর জানিয়েছিলেন, চলতি সপ্তাহের শুরুতে দেখা করবেন তিনি। কিন্তু মঙ্গলবার হাজির না হয়ে বিকেলে ফ্যাক্স মারফৎ বিধানসভায় পৌঁছয় শোভনের পদত্যাগপত্র।
আরও পড়ুন - 'জগন্নাথ মন্দিরে গিয়ে নিজেকে হিন্দু প্রমাণের থেকে মৃত্যু ভালো', পাল্টা চ্যালেঞ্জ মমতার