নিজস্ব প্রতিবেদন:  মাঝের আর দশটা মাস! যা করার এর মধ্যেই ফায়দা তুলে নিয়ে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। আর এবারও লোকসভা নির্বাচনের স্ট্র্র্যাটেজিই নিচ্ছে বিজেপি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বিধানসভা নির্বাচনের আগে বিজেপির স্ট্র্যাটেজি
বিধানসভা নির্বাচনের আগেও তৃণমূলে ভাঙন ধরাতে তত্পর বঙ্গ বিজেপি নেতৃত্ব।  জানা গিয়েছে, এর মধ্যেই বিজেপিতে যোগদানের ইচ্ছাপ্রকাশ করেছেন তৃণমূলের দুই বিধায়ক। তাঁদের মধ্যে একজন মন্ত্রীও রয়েছেন। কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সঙ্কেত মিললেই তাঁরা গেরুয়া পতাকা হাতে তুলে নেবেন।

বিজেপিতে কাজের যোগদানের সম্ভাবনা?
জানা গিয়েছে, ওই দুই হেভিওয়েট তৃণমূল নেতৃত্ব বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথাও সেরে রেখেছেন। বিধানসভা নির্বাচনের প্রাক্কালেও সেই একইভাবে তৃণমূলকে ভাঙতে বদ্ধপরিকর বিজেপি। তেমনই চ্যালেঞ্জের সুর শোনা যাচ্ছে বিজেপির অন্দরে কান পাতলেই।


আরও পড়ুন: 'পরিযায়ী শ্রমিকরা জামাই আদর পেতে চাইছেন, তা দেওয়া কখনই সম্ভব নয়'



পাল্টা চাল তৃণমূলের, মুখ্যমন্ত্রীর বার্তা!


অন্যদিকে বিজেপিকে পাল্টা দিতে তত্পর তৃণমূলও।  বিধানসভা নির্বাচনের রূপরেখা তৈরি করতে ইতিমধ্যেই সেনাদের নিয়ে ভিডিয়ো বৈঠক সেরে ফেলেছেন নেত্রী।  তবে দলীয় বিধায়ক ও নেতৃত্বকে নাম না করে সতর্কও করেছেন। তিনি বলেন, "কলকাতার নেতাদের বলছি, তাঁরা এদিকে ওদিকে মুখ খুলছেন। তাঁরা চাইলে দল ছেড়ে বেরিয়ে যেতে পারেন।"