নিজস্ব প্রতিবেদন: ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের দুই শীর্ষ আধিকারিকের করোনার সংক্রমণের আশঙ্কা। এই খবর চাউর হতেই আতঙ্ক ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। জানা গিয়েছে, মল্লিক বাজারের ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের দুই শীর্ষ আধিকারিকের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। যদিও স্বাস্থ্যভবন সূত্রে এবিষয়ে এখনও কোনও তথ্য মেলেনি। জানা গিয়েছে, স্বাস্থ্য়ভবনের সঙ্গে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত নেবে হাসপাতাল কর্তৃপক্ষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: হাসপাতালে বন্ধ মোবাইল! রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালঞ্জ করে হাইকোর্টে অর্জুন


সূত্রের খবর, সম্প্রতি ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে ভর্তি ছিলেন এক বর্ষীয়ান আইনজীবী। অস্ত্রোপচার হয় তাঁর। আইনজীবীর শরীরে কিছু উপসর্গ মেলায় তাঁর নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য। তাঁর শরীরে মেলে সংক্রমণ। সেখান থেকেই সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। সেদিনের পরই ওই আইনজীবীর সংস্পর্শে আসা বেশ কয়েকজনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। আজ তাঁদের রিপোর্ট এসেছে, তাতে দুজনের রিপোর্ট পজেটিভ এসেছে বলেই খবর। শীর্ষকর্তার সংক্রমণের ঘটনা প্রকাশ্যে আসতেই চূড়ান্ত সতর্কতা নেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্ছিদ্র করতে শুরু হয়েছে স্যানিটাইজ করার কাজও। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ।