সুতপা সেন: ক্যাব তো ছিলই। কলকাতায় এবার চলবে উবর বাস! বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শেষদিনে এ কথা ঘোষণা করল রাজ্য সরকার। পরিবহণ দফরতরের সঙ্গে মউ স্বাক্ষর করল দেশের প্রথমসারির অ্যাপ ক্যাপ সংস্থাটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: BGBS | Mamata Banerjee: 'বাণিজ্য সম্মেলনে ৩ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে', ঘোষণা মুখ্যমন্ত্রীর...


শুরু হয়েছিল গতকাল, মঙ্গলবার। শেষ হল আজ, বুধবার। মুখ্যমন্ত্রী বলেন, 'এবারের BGBS-র মোট ১৮৮ মউ সাক্ষর হয়েছে। মোট ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে'।


এদিকে শহরে এখন হলুদ ট্যাক্সি সংখ্যা কমেছে। আপ ক্যাবের রমরমা সর্বত্রই। অ্যাপ ক্যাপ উবের এবার বাস পরিষেবা চালু করছে শহরে। পোশাকি নাম, 'উবের শাটল'। বাণিজ্য সম্মেলনের শেষদিনে এক বিবৃতিতে সরকারে তরফে জানানো হল, '২০২৫ সালের মধ্যে রাজ্যে ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে উবর কর্তৃপক্ষ। এই বিনিয়োগের ফলে পঞ্চাশ হাজার কর্মসংস্থান তৈরি হবে'। 



বিবৃতিতে উল্লেখ, 'বাসের মালিকানা থাকবে সরকারে হাতেই। কিন্ত উবের প্রযু্ক্তি সহায়তায় মানুষ আরও উন্নত পরিষেবা দেওয়া যাবে। শুধু তাই নয়, কম সংখ্যক গাড়িতে যাতায়াত করতে পারবেন বেশি সংখ্যক ছাত্রী। স্রেফ যানজট নয়, কলকাতায় কমবে দূষণ'ও।


আরও পড়ুন: Mamata Banerjee: পাখির চোখ লোকসভা, আগামিকাল ইন্ডোরে মেগা মিটিংয়ে কী নির্দেশ দিতে পারেন মমতা?


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)