ওয়েব ডেস্ক: সব্যসাচী দত্ত ভার্সেস নির্মল দত্ত। মেয়র ভার্সেস কাউন্সিলর। দুই তৃণমূল নেতার অনুগামীদের সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল সল্টলেকের দত্তাবাদ। ভাঙচুর চলল ৫টি ঘর ও ৩টি দোকানে। আহত হয়েছেন সাত থেকে আটজন। অভিযোগ, ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল দত্তের গোষ্ঠীতে যোগ না দেওয়াতেই চলে তাণ্ডব। বেছে বেছে ভাঙচুর চালানো হয় সব্যসাচী দত্তের অনুগামীদের বাড়ি ও দোকানে। শেষে বিশাল পুলিসবাহিনী গিয়ে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি।


অন্য দিকে, গত সোমবার তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল জয়পুরিয়া কলেজ। আহত হয় দু-পক্ষেরই বেশ কয়েকজন। কলেজ সূত্রে খবর, পুলিস কোনও রকমে পরিস্থিতি সামাল দেয়। (আরও পড়ুন- মৃত্যুফাঁদ বাতিস্তম্ভ )