শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: আপার প্রাইমারির মেধা তালিকাতেও গরমিল! এসএসসির ওয়েবসাইটে থাকা নম্বরের সঙ্গে মেধা তালিকায় থাকা বহু প্রার্থীর নম্বরে ফারাক। চলতি সপ্তাহেই আদালতে হলফনামা দেবে স্কুল সার্ভিস কমিশন। এই মেধা তালিকার ভিত্তিতেই নিয়োগের কথা ছিল। তালিকা খতিয়ে দেখতে ধরা পড়ে গরমিল। সেখানেও মেধা তালিকায় থাকা বহু প্রার্থীর খাতা ও স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটের নম্বরে পার্থক্য রয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Madhyamik 2023: গ্রাফ পেপার ছাড়াই মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা! নির্দেশিকায় কী বলল পর্ষদ?


প্রায় চোদ্দ হাজারের মেধা তালিকা তৈরি হয়েছিল। সেই মেধা তালিকাতে রয়েছে এই ধরনের বহু প্রার্থীর নাম। এ সপ্তাহেই এই নিয়ে কোর্টে হলফনামা জমা দিতে চলেছে এসএসসি। বর্তমান সরকারের আমলে এখনও পর্যন্ত আপার প্রাইমারিতে কোন নিয়োগ হয়নি। এই মেধাতালিকার ভিত্তিতেই নিয়োগ হওয়ার কথা ছিল। ২০১১ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এই নিয়োগে জন্য। চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করার আগে পরীক্ষা করতে গিয়েই ধরা পড়ে গরমিল।


দীর্ঘ আট বছর ধরে চলছে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। সাম্প্রতিক সময় শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ও এমআর শিটে কারচুপি, সিবিআই তদন্ত, ব়্যাঙ্ক জাম্প করে শিক্ষক নিয়োগ-সহ একাধিক অভিযোগ উঠেছে। এর জেরে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে আরও সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে এসএসসি। তারপরেও এই গরমিল সামনে এসেছে। 


প্রসঙ্গত, উচ্চ প্রাথমিকের মেধা তালিকা হাইকোর্টে জমা দেওয়ার আগে আরও কয়েক দফা চেকিং করতে সময় নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। বিশেষত একাডেমিক স্কোর, টেটের প্রাপ্ত নম্বরের নিরিখে আরও কয়েক দফা চেকিং করেছে কমিশন। এর আগে কলকাতা হাইকোর্ট নির্দেশে মেধাতালিকা বাতিল করে নতুনভাবে প্রসেসিং শুরু হয়। আদালত নির্দেশ দেয় ২০২১ সালের ৩১ জুলাইয়ের মধ্যে আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। কিন্তু কমিশনের জটিলতায় কারণে তা সম্পন্ন হয়নি।


 



আরও পড়ুন, SSC, Partha Chatterje: ফের জেল হেফাজতে পার্থ, 'কোন আইনে বাজেয়াপ্ত ল্যাপটপ'? সিবিআইকে প্রশ্ন আদালতের


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)