জোট ইস্যুতে সমর্থন অচ্যুতানন্দনের, অস্বস্তিতে কেরল ব্রিগেড
বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে বামেদের জোট ইস্যুকে সমর্থন করলেন বরিষ্ঠ বাম নেতা ভি এস অচ্যুতানন্দন। নিঃসন্দেহে যা সিপিআইএম কেরল লবির কাছে জোর ধাক্কা।
ওয়েব ডেস্ক : বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে বামেদের জোট ইস্যুকে সমর্থন করলেন বরিষ্ঠ বাম নেতা ভি এস অচ্যুতানন্দন। নিঃসন্দেহে যা সিপিআইএম কেরল লবির কাছে জোর ধাক্কা।
অচ্যুতানন্দন বলেন, পশ্চিমবঙ্গ সিপিআইএম নেতৃত্ব রাজ্যের মানুষের ইচ্ছার কথা বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানা হিটলার-মুসোলিনির জমানার থেকেও ভয়ানক।
আগামী সপ্তাহেই শুরু হচ্ছে সিপিআইএম পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটির বৈঠক। তার আগে ভি এস অচ্যুতানন্দনের এই মন্তব্য নিঃসন্দেহে বেঙ্গল লবির কাছে বড় হাতিয়ার।
অন্যদিকে, জোটের পক্ষে বর্ষীয়ান বাম নেতার মতকে স্বাগত জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও।