নিজস্ব প্রতিবেদন: বহিরাগত বলে বিজেপির কেন্দ্রীয় নেতাদের আক্রমণ শানাচ্ছে তৃণমূল। দলের নেত্রীও গতকাল বলেছেন,'যারা দাঙ্গা-হাঙ্গা করতে বাংলায় আসছেন, তারাই বহিরাগত।' সেই তৃণমূলের বিধায়ক বৈশালী ডালমিয়াই বুধবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন, প্রধানমন্ত্রীকেই যেখানে বহিরাগত বলা হচ্ছে, তাহলে আমি কোন ছাড়? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাটি ঠিক কী? মঙ্গলবার সকালে বৈশালী ডালমিয়ার বিরুদ্ধে বালির একাধিক জায়গায় সাঁটা হয়েছে পোস্টার। তৃণমূল সক্রিয় কর্মীবৃন্দের নামে ওই পোস্টারে লেখা হয়েছে,'বহিরাগত নয়, বালির মানুষকে দলের প্রার্থী হিসেবে চাই।' বৈশালী ডালমিয়া দাবি করেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন। এবার ভিডিয়োবার্তায় বালির বিধায়ক বললেন, ''এরা হামেশাই বলে আমাদের প্রধানমন্ত্রী বহিরাগত। বাইরে থেকে কেউ আসলে বহিরাগত বলা হচ্ছে। ভারত একটা দেশ। প্রধানমন্ত্রী আমাদের পরিবারের প্রধান। তাঁকেই বহিরাগত বলা হচ্ছে, আমি তো সেখানে তুচ্ছ।'' 



তৃণমূল নেতৃত্ব অহরহ বিজেপির কেন্দ্রীয় নেতাদের বহিরাগত তকমা দিয়ে চলেছে। তার পাল্টা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রশ্ন তুলেছেন, প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী কি বহিরাগত? সেই একই কথা শোনা গেল তৃণমূল বিধায়কের মুখে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে,'এরা' বলতে কাদের বোঝালেন বৈশালী? নিজের দলকেই? এনিয়ে প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত বৈশালী ডালমিয়া বা তৃণমূলের প্রতিক্রিয়া আসেনি।              


আরও পড়ুন- গেরুয়া 'দেওয়ালে' TMC বিধায়ক শীলভদ্র লিখলেন,'বন্ধু দেখা হবে...'