ওয়েব ডেস্ক: উপলক্ষ ছিল রেল স্বচ্ছতা সপ্তাহ পালন। আর সেখানেই মেট্রো যাত্রীদের সঙ্গে কথাবর্তায় এক গুচ্ছ অভিযোগের মুখে পড়লেন মেট্রো রেলের জি এম। যদিও তাঁর আশ্বাস আগামী বছর থেকে খোল নলচে বদলাচ্ছে কলকাতা মেট্রোর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্বচ্ছতা সপ্তাহ উপলক্ষে আগামী এক সপ্তাহ গোটা দেশের রেলে চলবে নানা অনুষ্ঠান। যাত্রী পরিষেবা সংক্রান্ত নানা বিষয় নিয়ে যাত্রীদের মতামত নেবে রেল। শনিবার ছিল তারই সূচনা। মেট্রো রেলের যাত্রীদের কোথায় কোথায় সমস্যা হচ্ছে তা নিয়ে ট্রেনে উঠে যাত্রীদের মতামত চান মেট্রো রেলের জি এম। আর সেখানেই উঠে আসে নানা অভিযোগ-


১) কেউ আত্মহত্যা করলে মৃতদেহ সরিয়ে ট্রেন চালাতে অনেক সময় নেয় মেট্রো। প্রয়োজনীয় ঘোষণাও সবসময় করা হয় না যে, কতক্ষনে স্বাভাবিক হবে পরিষেবা তা জানা যাবে।


২) বিভিন্ন মেট্রো স্টেশনের সিঁড়িতে লাগান পাথর এতটাই মসৃণ যে অনেক সময় অফিসের সময়ে তাড়াতাড়ি যেতে গিয়ে পা পিছলে যায়।


৩) কবি সুভাষ মেট্রো স্টেশনের সাবওয়ে দিয়ে বৃষ্টির জল সবসময় চুঁইয়ে পড়ে।