অয়ন ঘোষাল: উৎসবের এখন শেষ পর্বে। দীপাবলি পর্যন্ত সবজির দাম ছিল আকাশছোঁয়া। তবে ছট পুজোর সকালেও বাজারে জিনিসপত্রের দাম লাগামছাড়া। বাজারে গেলে হাতে ছ্যাঁকা লাগার জোগাড়। অধিকাংশ সবজিরই দাম বেশি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ফের নিম্নচাপ বঙ্গোপসাগরে; এখনই কমছে না তাপমাত্রা, আজ বৃষ্টিতে ভাসবে এইসব জেলা


গড়িয়াহাট বাজারে আজকের দর



চন্দ্রমুখী আলু ৪০ টাকা


জ্যোতি আলু ৩৫ টাকা


পিয়াজ ৭০ টাকা


টম্যাটো ৮০ টাকা


ছোট ফুলকপি ৪০ টাকা পিস


শসা ৬০ থেকে ৬৫ টাকা


ভিন্ডি ৬০ টাকা


কাঁচালঙ্কা ১০০ টাকা কেজি


পটল ৬০ টাকা


করলা ৬০ টাকা


বেগুন ৭০ থেকে ৯০ টাকা (সাইজ অনুয়ায়ী)


চিকেন ২২০ টাকা কেজি


বিক্রেতাদের দাবি ঘূর্ণিঝড় ডানার প্রভাব অসময়ের প্রবল বর্ষণে দক্ষিণবঙ্গের সবজি উৎপাদক জেলাগুলোতে প্রচুর শীতের সবজি ক্ষেতেই নষ্ট হয়েছে। সেগুলো অন্যান্য বছর নভেম্বরের গোড়ায় বাজারে চলে আসে। এবার আসেনি। আবার গ্রীষ্মের সবজির ভাঁড়ার প্রায় শূন্য। হিমঘরে আর সবজি নেই। ফলে দুইয়ের যাঁতাকলে বাজারে সবজি বাড়ন্ত। যার প্রভাব পড়ছে দামে। এই যুক্তি অনেকাংশে মেনেও নিচ্ছেন ক্রেতারা। তারা প্রয়োজনের তুলনায় কম পরিমান সবজি কিনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)