জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বভারতী মঙ্গলবার নোবেল বিজয়ী অমর্ত্য সেনকে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে একটি জমির প্লটের কিছু অংশ তাদের হাতে হস্তান্তর করার আহ্বান জানিয়েছে। তাঁরা দাবি করেছে যে তিনি জোর করে জমির এই অংশটি দখল করে রেখেছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারের স্বাক্ষর করা একটি চিঠিতে বলা হয়েছে, বিশিষ্ট অর্থনীতিবিদের বাসভবন এমন একটি এলাকায় নির্মিত হয়েছে, যেখানে অতিরিক্ত ১৩ ডেসিমেল জমি জড় করে অধিগ্রহণ করেছেন তিনি।


বিশ্ববিদ্যালয় আরও বলেছে যে এটি তাদের প্রতিনিধিদের সঙ্গে সেনের নিযুক্ত সার্ভেয়ার বা অ্যাডভোকেটের সঙ্গে মিলে জমির জরিপ করতে প্রস্তুত যদি তিনি বিশ্ববিদ্যালয়ের দাবিগুলি যাচাই করতে চান।


চিঠিতে বলা হয়েছে, ‘রেকর্ড এবং ফিজিক্যাল সার্ভে/সীমানা থেকে পাওয়া গিয়েছে যে আপনি বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জমি জোর করে দখলে রেখেছেন...’


এখানে আরও বলা হয়েছে, ‘আপনাকে উল্লিখিত ১৩ ডেসিমেল জমি দ্রুত বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করার জন্য অনুরোধ করা হচ্ছে’।


আরও পড়ুন: Bhangor: জমায়েতে গররাজি প্রশাসন, অনুমতি না মেলায় বাতিল আরাবুলের শান্তি মিছিল


নোবেল বিজয়ীর বাবা আশুতোষ সেন ১৯৪৩ সালে ইউনিভার্সিটির কাছ থেকে ১২৫ ডেসিমেল জমি লিজ নিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র মহুয়া ব্যানার্জি এই কথা জানিয়েছেন।


আরও পড়ুন: Bengal Weather Today: পশ্চিমী ঝঞ্ঝায় থমকে গেল উত্তুরে হাওয়া, রাজ্যে উধাও শীত


২০২১ সালের জানুয়ারিতে, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী অমর্ত্য সেনের পরিবারের বিরুদ্ধে ক্যাম্পাসের জমি অবৈধভাবে দখলে রাখার অভিযোগ করেন। অমর্ত্য সেন তখন জানিয়েছিলেন যে জমির প্লটটি দীর্ঘমেয়াদী লিজে রয়েছে।


মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর আগে অভিযোগ করেছিলেন যে বিশ্বভারতী কর্তৃপক্ষ বিজেপির নীতি এবং আদর্শের সমালোচনা করার জন্য অমর্ত্য সেনকে হয়রান করছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)