অর্ণবাংশু নিয়োগী: ভীত বা দুর্বল সাক্ষীদের (Vulnerable Witness) মনোবল বৃদ্ধি এবং সুস্থ পরিবেশ প্রদানের লক্ষ্য এক ধাপ এগোল কলকাতা হাইকোর্ট। পোর্টব্লেয়ারে Vulnerable Witness Deposition Centre এর ভার্চুয়াল উদ্বোধন করলেব হাইকোর্টের  প্রধান বিচারপতি টি এস শিবগ্যাণম, বিচারপতি অমৃতা সিনহা, বিচারপতি শম্পা সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Mukul Roy: গুরুতর অসুস্থ হয়ে ফের হাসপাতালে মুকুল রায়!


যেকোনও মামলার ক্ষেত্রে সাক্ষীদের ভূমিকা অত্য়ন্ত গুরুত্বপূর্ণ। আদালতের দাঁড়িয়ে তাঁরা যে বয়ান দেন, তার উপর ভিত্তি অনেকাংশেই মামলার নিষ্পত্তি হয়। কিন্তু অনেকেই আবার কাঠগড়া দাঁড়িয়ে সাক্ষী দিতে গিয়ে ভয় পান। সাক্ষীদের সুরক্ষার কথা মাথায় নিশ্চিত করতে ২০২০ সালে একটি কমিটি গঠন করে সুপ্রিম কোর্ট। এরপরই দেশের সর্বত্রই Vulnerable Witness Deposition Centre তৈরির প্রক্রিয়া শুরু হয়।


বাদ যায়নি এ রাজ্য়ও।  ২৬  জেলার মধ্যে তমলুক এবং ডায়মন্ড হারবারে ইতিমধ্যেই স্থায়ী Vulnerable Witness Deposition Centre  তৈরি করা হয়েছে। অস্থায়ীভাবে কাজ চলছে বাকি জেলাগুলিতেও। সমস্যা রয়েছে  আলিপুরদুয়ার সহ ৭ জেলায়।  হাইকোর্টের প্রধান বিচারপতি  টি এস শিবগ্যাণম বলেন, 'যে সব জেলায় কাজ চলছে সেখানে গতি আনতে হবে। নির্বাচন প্রক্রিয়া শেষ হলেই রাজ্যের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা করে কাজ করতে হবে'। বিচারপতি শম্পা সরকারের মতে, 'ক্রিমিনাল মামলার সাক্ষীদের ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া দরকার। তাদের মানসিক অবস্থা দেখা। সুস্থ পরিবেশ দেওয়া কোর্টের দায়িত্ব।"


আরও পড়ুন:  SSC Scam | Sujaykrishna Bhadra: 'মিলে গিয়েছে'! ইডির হাতে 'কালীঘাটের কাকু'র কণ্ঠস্বরের নমুনা....


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)