ওয়েব ডেস্ক: রাতভর ভারী বৃষ্টির জেরে উত্তর ও মধ্য কলকাতার কিছু অংশে এখনও জল জমে রয়েছে। জল জমে রয়েছে দক্ষিণ কলকাতার গড়িয়া ও যাদবপুর ও বেহালার কিছু অংশে। গড়িয়াহাটে রাস্তার ওপর একটা বড় গাছ ভেঙে পড়ে। তার জেরে দুটি লেনেই যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া, রেস কোর্স, মহাত্মা গান্ধী রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউ সবই ভাসছে। জল থই থই। ট্রেন চলাচলেও ঘটছে বিঘ্ন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন দুর্যোগের ভোগান্তি থেকে আজও রেহাই নেই কলকাতা বা রাজ্যবাসীর


দামোদর এবং অজয় নদীর তীরবর্তী মানুষদের জন্য জারি করা হয়েছে সতর্কবার্তা। কারণ, ইতিমধ্যে জলমগ্ন বহু এলাকা। তা সে একেবারে শহর হোক অথবা শহরতলি কিংবা জেলা। বৃষ্টি অবিরামভাবে হচ্ছে ঝাড়খণ্ড এবং বিহারেও।


আরও পড়ুন চিকিত্সা্র গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, ফের উত্তেজনা SSKM হাসপাতালে