এক রাতের বৃষ্টিতেই বেহাল দশা কলকাতা বিমান বন্দরের
এক রাতের বৃষ্টিতেই বেহাল দশা কলকাতা বিমান বন্দরের। জল জমেছে রানওয়ে সংলগ্ন পার্কিং বে তে। জমা জলেই দাঁড়াচ্ছে বিমান। ফলে চরম ভোগান্তিতে পড়ছেন বিমান যাত্রীরা।
ওয়েব ডেস্ক: এক রাতের বৃষ্টিতেই বেহাল দশা কলকাতা বিমান বন্দরের। জল জমেছে রানওয়ে সংলগ্ন পার্কিং বে তে। জমা জলেই দাঁড়াচ্ছে বিমান। ফলে চরম ভোগান্তিতে পড়ছেন বিমান যাত্রীরা।
শহরে প্রথম বর্ষার বৃষ্টি...
আর সেই বৃষিটিতেই বেহাল দশা কলকাতা বিমান বন্দরের...
জলমগ্ন বিমান বন্দর
এক রাতের এই বৃষ্টিতেই জল থইথই কলকাতা বিমান বন্দর।
জলমগ্ন বিমানবন্দরের রানওয়ে সংলগ্ন পার্কিং বে।
ওড়ার আগে এই পার্কিং বে-তেই দাঁড় করানো থাকে বিমান গুলি।
সেখানে জল জমায় বিমান এসে দাঁড়াতে অসুবিধা হচ্ছে।
বিমানে উঠতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।
ম্যানহোল খুলে দেওয়ার পরেও এই জল নামানো যায়নি।
কেন জমছে জল?
বিমান বন্দর সংলগ্ন একাধিক পুরসভার নিকাশি সমস্যার জেরেই বিমান বন্দরে জল জমছে বলে দাবি কর্তৃপক্ষের। জল জমার সমস্যা মেটাতে গত বছর বড় অঙ্কের টাকাও খরচ করা হয়েছিল। এবার বর্ষা শুরু হতেই দেখা গেল পুরো চেষ্টাটাই জলে গিয়েছে। এক রাতের বৃষ্টিতে বিমান বন্দরের হাল যে কে সেই। এই অবস্থায় সমস্যা সমাধানে পুরসভা ও কেএমডিএকে নিয়ে নতুন প্রকল্প নিতে চলেছে বিমান বন্দর কর্তৃপক্ষ।