নিজস্ব প্রতিবেদন: মালদহ জেলা পরিষদ হাতছাড়া হল তৃণমূল কংগ্রেসের (TMC)। এমনটাই দাবি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার হেস্টিংসে বিজেপির নির্বাচনী ওই জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডলের হাতে পদ্ম পতাকা তুলে দিলেন দিলীপ ঘোষ। ওই জেলা পরিষদের সভাধিপতি-সহ ১৪ জন সদস্য এ দিন বিজেপিতে এলেন। এই প্রথম রাজ্যের কোনও জেলা পরিষদের ক্ষমতায় এল বিজেপি।       


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Zee ২৪ ঘণ্টা ডিজিটাল আগেই জানিয়েছিল, ৩৮ আসনের মালদহ জেলা পরিষদের কমপক্ষে ১৫ জন সদস্য যোগ দিতে পারেন বিজেপিতে। এ দিন বিকেলে যোগদান করলেন জেলা সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল-সহ ১৪ জন সদস্য এলেন বিজেপিতে (BJP)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দাবি, পঞ্চায়েত আইন অনুযায়ী দলবদলের চিঠি জেলাশাসককে দিয়েছেন তাঁরা। মালদহে জেলা পরিষদে বিজেপির সদস্য সংখ্যা হল ২৩। 


মালদহ জেলা পরিষদে মোট আসন সংখ্যা ৩৮। সেখানে  তৃণমূলের সদস্য ছিল ৩১। বিজেপি ও কংগ্রেসের যথাক্রমে ৫ ও ২ জন সদস্য। বিজেপির দাবি, আগেই দু'জন যোগদান করায় তাদের সদস্য বেড়ে হয়েছিল ৯। ১৪ জন যোগদান করায় সেটাই বেড়ে হল ২৩। ফলে অনায়াসেই সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি। একুশের ভোটের (Bengal election 2021) আগে দিলীপ ঘোষরা তৃণমূলকে বড় ধাক্কা দিলেন বলে মত রাজনৈতিক মহলের।  


আরও পড়ুন- WB assembly election 2021: ভোটের আগে BJP-তে মেলা যোগদান, দলবদল ৫ TMC বিধায়কের