নিজস্ব প্রতিবেদন : বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে অভিষেক ব্যানার্জির (Abhishek Banerjee) দায়ের করা মামলার শুনানি প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । বর্ধমান আদালতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির (Defamation) মামলা দায়ের করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলার পরিপ্রেক্ষিতেই এদিন শুনানি প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করলেন হাইকোর্টের বিচারপতি শিবকান্ত প্রসাদ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, ফেব্রয়ারি মাসে এক জনসভায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) 'তোলাবাজ ভাইপো' বলে তোপ দাগেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই মন্তব্যের পরই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বর্ধমান আদালতে মানহানির Defamation) মামলা দায়ের করেন সাংসদ অভিষেক। সেই মামলার পরিপ্রেক্ষিতে এদিন স্থগিতাদেশ জারি করে হাইকোর্টের বিচারপতি শিবকান্ত প্রসাদ নির্দেশ দিয়েছেন, আগামী ৩১ মার্চ পর্যন্ত বর্ধমান নিম্ন আদালতে সংশ্লিষ্ট মামলার শুনানি প্রক্রিয়া স্থগিত থাকবে।


উল্লেখ্য, এর আগে ফেব্রুয়ারিতেই একবার শুভেন্দু অধিকারীর 'মুখ বন্ধ' করতে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। সেই মামলাটিও খারিজ করে দিয়েছিল আদালত। আসন্ন বিধানসভা ভোটের (WB Assembly Election 2021) প্রচারে দু'জনেরই বাকযুদ্ধ তুঙ্গে। জনসভায় কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নন। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে 'তোলাবাজ ভাইপো' স্লোগান তুলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তৃণমূল সাংসদকে 'গরুচোর', 'কয়লাচোর' বলেও কটাক্ষ করছেন তিনি। অন্যদিকে, নারদকাণ্ডে টাকা নেওয়ার ভিডিও-কে হাতিয়ার করে শুভেন্দুর বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছেন অভিষেকও।


আরও পড়ুন, 'সরকারি জায়গায় নয়, পেট্রোল পাম্পে Modi-র ছবি থাকতেই পারে'


'আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়নি,' ডিভিশন বেঞ্চে মামলা দায়ের Anisur-এর