নিজস্ব প্রতিবেদন: মোদীর (PM Modi) ব্রিগেডের মঞ্চে যোগ দিয়েছেন বিজেপিতে। বাংলায় প্রচারের নামার আগে এবার মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty ) নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ওয়াই প্লাস ক্য়াটেগরির নিরাপত্তা পেলেন 'মহাগুরু'। সূত্রের খবর, দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক ফেলেছেন মিঠুন। ১২ মার্চ থেকে প্রচারে নামছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইঙ্গিত মিলেছিল আগেই। ধুতি-পাঞ্জাবীতে একেবারেই বাঙালির বেশে রবিবার ব্রিগেডে মঞ্চে হাজির হন মিঠুন চক্রবর্তী ((Mithun Chakraborty)। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে  যোগ দেন গেরুয়াশিবিরে। মিঠুনের হাতে দলের পতাকা তুলে দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মঞ্চে তাঁকে 'বাংলার ছেলে' বলে পরিচয় দিলেন মোদী (PM Modi)। 'মহাগুরু'-র যোগদানে উচ্ছ্বসিত বিজেপি কর্মী-সমর্থকরা। মিঠুন যখন ব্রিগেডের মঞ্চে উঠেন, তখন উঠে দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানায় জনতা। বাংলার ভাষণে প্রতিপক্ষকে 'বহিরাগত' তকমার জবাবও দেন মিঠুন। এমনকী, ব্রিগেডে মঞ্চে দাঁড়িয়ে 'মারব এখানে, লাশ পড়বে শ্মশানে', 'এক ছোবলে ছবি'-র মতো বাংলার ছবির জনপ্রিয় সংলাপও বলতে শোনা যায়।


আরও পড়ুন: WB Assembly Election 2021: নন্দীগ্রামে আহত Mamata, ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূল নেত্রীর


ভোটের (WB Assembly Election 2021) প্রচারে বিভিন্ন জনসভায় 'বহিরাগত' বলে বিজেপিকে আক্রমণ শানাচ্ছেন তৃণমূলনেত্রী (Mamata Banerjee)।  'বাংলা তার নিজের মেয়েকেই চাই'  শ্লোগান তুলে প্রচার চলছে জোরকদমে। রাজনৈতিক মহলে, মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) পাল্টা 'বাংলার ছেলে' হিসেবে তুলে ধরতে চাইছে গেরুয়াশিবির। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানিয়েছেন, ৯ মার্চ প্রথম দফায় ভোটের মনোনয়ন পর্ব শেষ হলেই ময়দান নামবেন মিঠুন। মূলত প্রথম দফায় যেসব কেন্দ্রে ভোট হবে, সেসব কেন্দ্রেই যাবেন তিনি। তবে প্রচারসূচি চূড়ান্ত হয়নি এখনও, তার আগে মিঠুন চক্রবর্তীর ((Mithun Chakraborty) জন্য় ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তার ব্যবস্থা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। 


আরও পড়ুন: WB Assembly Election 2021: নন্দীগ্রামে দাঁড়ানো ভুল সিদ্ধান্ত বুঝে সহানুভূতির নাটক Mamata-র, দাবি BJP-র


প্রসঙ্গত, মিঠুন চক্রবর্তী একা নন, ভোটের মুখে বিজেপিতে যোগ দেওয়ার পর কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছেন শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)। গেরুয়াশিবিরের যোগ দেওয়ার আগেই পাইলট কার-সহ রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা ছেড়ে দিয়েছিলেন তিনি। এখন জেড ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী।