নিজস্ব প্রতিবেদন: বিজেপির তরফে আগেই অভিযোগ করা হয়েছিল। ভোটের মুখে (WB assembly election 2021) এবার কলকাতা-সহ রাজ্যের সমস্ত পুর প্রশাসককে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল কমিশন (ECI)। সোমবার সকাল ১০ টা মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে মুখ্যসচিবকে। নতুন দায়িত্ব বন্টনের জন্য তৈরি হবে ৩ সদস্যের কমিটি।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কলকাতা-সহ রাজ্যের বেশিরভাগ পুরসভার মেয়াদ শেষ হয়ে গিয়েছে গত বছরেই। কিন্তু করোনা আতঙ্কে শেষবেলায় স্থগিত হয়ে যায় নির্বাচন। এরপর আপদকালীন পরিস্থিতিতে পরিষেবা চালু রাখতে পুরসভাগুলিতে প্রশাসক নিয়োগ করে সরকার। আগের বোর্ডে যিনি মেয়র বা চেয়ারম্যান ছিলেন,  তিনিই প্রশাসকের দায়িত্ব পান। কিন্তু বিধানসভাকে এড়িয়ে সরকারের এই সিদ্ধান্তকে নিয়ে বিতর্ক কম হয়নি। ভোটের মুখে এবার সমস্ত পুরপ্রশাসককে সরানোর নির্দেশ জারি করল কমিশন।


আরও পড়ুন: West Bengal Election 2021: নন্দীগ্রামে কীভাবে Mamata-র পায়ে চোট? তদন্তভার নিল CID


কেন? এদিন নির্দেশিকা জারি কমিশনের তরফে জানানো হয়েছে, আদর্শ নির্বাচন লাগু হওয়ার পর পুরপ্রশাসকের পদে কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব থাকতে পারেন না। তাহলে? কমিশনের স্পষ্ট নির্দেশ, সোমবার সকাল ১০ টার মধ্যে প্রশাসকদের সরিয়ে পুরসভার দায়িত্ব নিতে হবে মুখ্যসচিবকে। শুধু তাই নয়, ৩ সদস্যের কমিটি গঠন করে দায়িত্ব বন্টনের প্রক্রিয়াও শেষ করে ফেলতে হবে।


দায়িত্ব ছাড়তে হবে যাঁদের
--------------------------
কলকাতা পুরসভা
----
ফিরহাদ হাকিম
অতীন ঘোষ
দেবব্রত মজুমদার
দেবাশিষ কুমার
মনজুর ইকবাল
সামসুজ্জামান আনসারি
তারক সিং
ইন্দ্রাণী সাহা বন্দ্যোপাধ্যায়
স্বপন সমাদ্দার
শেখ আমিরুদ্দিন
রতন দে
রাম পেয়ারে রাম
----------------
আসানসোল
----
অমরনাথ চট্টোপাধ্যায়
তব্বসুম আরা
লক্ষ্মণ ঠাকুর
অভিজিৎ ঘটক
অঞ্জনা শর্মা
দিব্যেন্দু ভকত
পূর্ণশশী রায়
মীর হাসিম
-----
বিধাননগর
------------
কৃষ্ণা চক্রবর্তী
তাপস চট্টোপাধ্যায়
রহিমা বিবি
দেবরাজ চক্রবর্তী
বীরেন্দ্রনাথ বিশ্বাস
সুধীর কুমার সাহা
দেবাশিস জানা
------------
চন্দননগর
-----
স্বপনকুমার কুণ্ডু
রাম চক্রবর্তী
মুন্না আগরওয়াল
অনিমেষ বন্দ্যোপাধ্যায়
স্নিগ্ধা রায়
-------------
শিলিগুড়ি
----------------
অশোক ভট্টাচার্য
রামভজন মাহাতো
কমল আগরওয়াল
শঙ্কর ঘোষ
শরদিন্দু চক্রবর্তী (জয়)
মুন্সি নুরুল ইসলাম
মুকুল সেনগুপ্ত


উল্লেখ্য, পুর প্রশাসক পদে রাজনৈতিক ব্যক্তিত্বদের থাকা নিয়ে আগেই আপত্তি তুলেছিল বিজেপি। আদর্শ নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কমিশনে চিঠিও পাঠায় গেরুয়াশিবির। শেষপর্যন্ত পুর প্রশাসকদের নিয়ে কড়া পদক্ষেপ করল কমিশন।