সারদা মামলায় TMC মুখপাত্র Kunal Ghosh-কে জিজ্ঞাসাবাদের জন্য সমন ED-র
সারদা মামলায় একটি নতুন অডিয়োক্লিপ প্রকাশ্যে এসেছে।
নিজস্ব প্রতিবেদন: সারদাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য কুণাল ঘোষকে (Kunal Ghosh) সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আগামিকাল, মঙ্গলবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে ২০১৩ সালে একাধিকবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তৃণমূলের মুখপাত্র বলেন,'ক'দিন আগে নোটিস পেয়েছি। মঙ্গলবার দলের কাজ রাখিনি। আমি নিজে তদন্তের মুখোমুখি হয়েছে। এড়িয়ে যাইনি। আগামিকালও সসম্মানে যাব।'
সারদা মামলায় একটি নতুন অডিয়োক্লিপ প্রকাশ্যে এসেছে। ইডি সূত্রে খবর, কুণালকে জিজ্ঞাসাবাদ করে ওই ক্লিপ সংক্রান্ত বিষয়ে জানতে চাইছেন তদন্তকারীরা। ২০১৩ সালে ইডি জিজ্ঞাসাবাদ করেছিল তাঁকে। পরে তাঁর বয়ান পাঠানো হয় সিবিআই-র কাছে।
ইডির জেরায় মুখোমুখি হবেন বলে জানিয়ে দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (কাকে 'হ্যাঁ', কাকে 'না', ভোটে টিকিট দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত TMC-র