নিজস্ব প্রতিবেদন: নন্দীগ্রামের ঘটনায় পূর্ব মেদিনীপুরের প্রশাসনের কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন (Election Commission)। নন্দীগ্রামে (Nandigram) প্রচারে গিয়ে আহত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তিনি।      


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভোটের প্রচারে (West Bengal Elections 2021) গিয়ে নন্দীগ্রামে পায়ে গুরুতর চোট পান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি দাবি করেছেন,'ভিড় ছিল। ৪-৫ জন মিলে ধাক্কাধাক্কি করেছে। স্থানীয় পুলিস ছিল না। পুলিস সুপারও ছিল না। জেনেবুঝেই এটা করেছে।'  গোটা ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। সেখানে কী ঘটেছে ও নিরাপত্তার বন্দোবস্ত নিয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। সূত্রের খবর, মুখ্যসচিব, বিশেষ পুলিস পর্যবেক্ষক বিবেক দুবে ও বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার ৫টার মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। এ দিন রাজ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে ফোন করেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। ফোনে খোঁজখবর নেন তিনি।



এই ঘটনাকে 'সিমপ্যাথি পলিটিক্স' বলে অভিহিত করেছেন বিজেপি নেতারা। কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) বলেন,'মমতা বন্দ্যোপাধ্যায় সংঘর্ষ করেছেন, এটা অনস্বীকার্য। ক্ষমতায় আসার পর নন্দীগ্রামকে দেখেননি। শিল্পায়ন হয়নি। কৃষিতে উন্নয়ন হয়নি। নন্দীগ্রাম বঞ্চিত থেকেছে। শুভেন্দু অধিকারী সেখানকার ভূমিপুত্র। ওখানে মমতা হারবেন। বুঝতে পেরেছেন, ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আসলে সহানুভূতি ছাড়া উনি জিততে পারবেন না। বাংলার কোনও রাজনৈতিক দলের কর্মীর তাঁর উপরে আঘাত করার হিম্মত নেই।'


আরও পড়ুন- WB Assembly Election 2021: বিদায়ী বিধায়ক ও পুর প্রশাসক নিজের মেয়ে বলে ঠাঁই দিয়েছেন, আরামবাগে জিতবই: Sujata Khan