নিজস্ব প্রতিবেদন: 'প্রত্যেকবার ইলেকশনের আগে একটা করে এমন ফেক ভিডিয়ো বিজেপির আইটি সেল ছাড়ে।' গতকালের ভাইরাল ভিডিয়ো নিয়ে মন্তব্য করলেন ফিরহাদ হাকিম। ৮০ নম্বর ওয়ার্ডের তারাতলা ময়দান হয়ে এখানের আশেপাশের বিভিন্ন এলাকায় আজ প্রচারে বের হন বন্দর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেখানেই তিনি গতকালের ভিডিয়ো প্রসঙ্গে বলেন, কালকে আমি যেটা বলছি তার উল্টো করে বিজেপি ছেড়েছে। কালকে আমাকে এবং তৃণমূল কর্মীদের বিজেপির একজন লোক গালাগালি দিচ্ছিল। সেটাই আমার মুখে বসিয়ে এসব করা হয়েছে যা পুরোপুরি ফেক। এটা বিজেপির চক্রান্ত। নিজেরা গালাগালি দিয়ে আমার মুখে বসিয়ে দেওয়া হচ্ছে।


আরও পড়ুন: Covid বিধি মেনে ভোট করাবে কমিশন, সাহায্য করতে হবে রাজ্যকে: হাইকোর্ট


গতকালই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভআইরাল হয়। সেখানে দেখা যায়, প্রচারে বেরিয়ে বিজেপির কর্মীকে কুরুচিকর মন্তব্য করছেন ববি হাকিম। যা নিয়ে কার্যত তোলপাড় রাজ্য রাজনীতি। ববি হাকিমের খাস তালুক কলকাতা বন্দর। এবার সেখান থেকেই প্রার্থী হয়েছেন তিনি। কাজের মাঝেই চলছে প্রচার। আর সেই প্রচারে বেরিয়েই এমন মন্তব্যের ভিডিয়ো প্রকাশ্যে আসে। যদিও শুরুতে ভিডিয়োর সত্যতা যাছাই করেনি জি ২৪ ঘণ্টা।


ভাইরাল সেই ভিডিয়ো