নিজস্ব প্রতিবেদন: প্রার্থী তালিকা ঘোষণার সময়েও বহিরাগত ইস্যুতে আরও একবার বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি অভিযোগ করলেন, সাংবিধানিক পদমর্যাদার ব্যক্তিদের গাড়িতে টাকা আসছে রাজ্যে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এ দিন বলেন,'স্বচ্ছ নির্বাচন চাই। বাংলাকে বহিরাগত গুন্ডাদের দিয়ে শাসন করতে দেব না। যারা বাংলায় বাস করেন বা ভোটপ্রচারে আসছেন, তাঁদের বহিরাগত বলছি না। বিভিন্ন রাজ্য থেকে হাজার হাজার লোককে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কোন কোন হোটেলে আছে জানি! রাতে এক হোটেল থেকে আর এক হোটেলে গিয়ে অপারেট করছে। এমনকি সাংবিধানিক পদমর্যাদার ব্যক্তিদেরও কাজে লাগাচ্ছে। ডেপুটি মুখ্যমন্ত্রীর গাড়িতে টাকা কেন যাবে! নিজেরা নিজেদের রাজ্য সামাল দিন। উত্তরপ্রদেশে একই দিনে ৩টি ঘটনা ঘটেছে। কোনও বিচার নেই!'  


বিজেপি বাংলা আসলে সর্বনাশ হবে বলেও দাবি মমতার (Mamata Banerjee)। তাঁর কথায়, 'বাংলায় শাসন তাঁরাই করবে, যাঁরা এখানে আছি। আমরা বাংলাকে চিনি। বাংলার সংস্কৃতি যারা জানে না, সভ্যতা জানে না, শিক্ষা জানে না, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না, বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেয়, তারা বাংলা শাসন করবে না। এটা বাংলার অস্তিত্বের ঠিকানা রক্ষার লড়াই। জনগণের প্রতি ১০১% ভরসা আছে। বিজেপি আসা মানে বাংলার সর্বনাশ। তৃণমূলকে আনা মানে বাংলায় স্বর্ণ সকালের নতুন উদ্যোগ।' 


আরও পড়ুন- 'আমি নন্দীগ্রামেই লড়ছি, কথা দিলে কথা রাখি', ঘোষণা Mamata-র