নিজস্ব প্রতিবেদন: বিজেপিতে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ১২ মার্চ থেকে প্রচারে নামছেন তিনি। দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ইতিমধ্যেই বৈঠকও সেরে ফেলেছেন। সূত্রের খবর তেমনই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাংলায় ফের ভোটের প্রচারে 'মহাগুরু'। একসময়ে বামেদের হয়ে প্রচার করতে দেখা গিয়েছে তাঁকে। রাজ্যে পালাবদলের পর যোগ দিয়েছিলেন তৃণমূলে। তখন আর স্রেফ প্রচার নয়, রাজ্যসভার সাংসদও হন মিঠুন। একুশে বিধানসভা ভোটে (WB assembly election 2021) আগে এবার গেরুয়াশিবিরে নাম লেখালেন তিনি। এদিন ধুতি-পাঞ্জাবী পরে একেবারে বাঙালি বেশে ব্রিগেডের মোদীর (PM Modi) সভায় এসেছিলেন মিঠুন। তাঁর হাতে দলের পতাকা তুলে দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। অভিনেতাকে 'বাংলার ছেলে' বলে পরিচয় দিলেন প্রধানমন্ত্রী।


আরও পড়ুন: WB Assembly Election 2021: ওয়ান টু ওয়ান খেলো নরেন্দ্র মোদী: Mamata, খেলা খতম: PM Modi


ভোটের প্রচারে বিভিন্ন জনসভায় 'বহিরাগত' বলে বিজেপিকে আক্রমণ শানাচ্ছেন তৃণমূলনেত্রী (Mamata Banerjee)।  'বাংলা তার নিজের মেয়েকেই চাই'  শ্লোগান তুলে প্রচার চলছে জোরকদমে। রাজনৈতিক মহলে, মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) পাল্টা 'বাংলার ছেলে' হিসেবে তুলে ধরতে চাইছে গেরুয়াশিবির। সেকারণে দলে যোগ দেওয়ার পর তাঁকে তড়িঘড়ি প্রচারে নামানো হচ্ছে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানিয়েছেন, ৯ মার্চ প্রথম দফায় ভোটের মনোনয়ন পর্ব শেষ হলেই ময়দান নামবেন মিঠুন। মূলত প্রথম দফায় যেসব কেন্দ্রে ভোট হবে, সেসব কেন্দ্রেই যাবেন তিনি। অর্থাৎ ১২ মার্চ থেকে এই প্রচার কর্মসূচি শুরু হতে চলেছে, তা কার্যত নিশ্চিতই বলা যায়। তবে কোন কোন কেন্দ্রে বিজেপির হয়ে প্রচার করতে দেখা যাবে বাংলার 'মহাগুরু'-কে, তা চূড়ান্ত নয়।


আরও পড়ুন: WB Assembly Election 2021: যাঁদের মহাগুরু বলা হচ্ছে, তাঁরাই তো সারদার সঙ্গে যুক্ত: Salim


এদিকে টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দেওয়ার জানিয়েছিলেন আগেই। আগামীকাল অর্থাৎ সোমবার হেস্টিংস দলের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে গেরুয়াশিবিরে যোগ দিচ্ছেন বিধায়ক সোনালী গুহ। সূত্রের খবর, তিনি প্রার্থী হতে চান না, তবে বিজেপির হয়ে নির্বাচনী প্রচারের অংশ হতে চান।