নিজস্ব প্রতিবেদন: বাম ব্রিগেডের আগে সুপারহিট হয়েছিল টুম্পার প্যারোডি। এবার আসল 'লুঙ্গি ডান্স'-এর প্যারোডি। 'হাল ফেরাও লাল ফেরাও'গানে ফের এবার যুব সমাজের মন ছোঁয়ার চেষ্টা করল সিপিএম (CPM)।      


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সলিল চৌধুরীর সেই 'পথে এবার নামো সাথী ,পথেই হবে পথ চেনা'র গান তো রয়েইছে। যুগ বদলেছে। আর যুগ বদলের সঙ্গে বদলেছে সুর-লয়, মাত্রা ও তাল। দলবদল নয়, বরং দিন বদলের স্বপ্ন ফেরি করে সেই বদলের বার্তাই দিচ্ছে সিপিএম। বাম ব্রিগেডের আগে 'টুম্পা গান' (Tumpa Song) ইন্টারনেটের ভাষায় যাকে বলে 'ভাইরাল'। তারপর প্রার্থীতালিকাতেও তারুণ্যের জয়গান। সৃজন, প্রতীক উর, মীনাক্ষি, শতরূপদের প্রার্থী করেছে আলিমুদ্দিন। এবার মোদী-দিদিকে বিঁধতে এল আরও একটা প্যারোডি। 'লুঙ্গি ডান্সে'র তালে 'হাল ফেরাও লাল ফেরাও।'     


 



ভোটের আগে (WB Election 2021) 'বেলা চাও'-র সুরে বিজেপির 'পিসি যাও' নজর কেড়েছে। তবে টুম্পার জনপ্রিয়তা ছুঁতে পায়নি সেটি। এই 'হাল ফেরাও লাল ফেরাও'-ও সেই রেকর্ডেই শরিক হতে চলেছে বলে দাবি এক সিপিএম নেতার।     


আরও পড়ুন- WB Election 2021: বাম ফেরাতে শিল্পায়নের স্বপ্ন নিয়ে সিঙ্গুরে সিপিএমের যুবা প্রার্থী Srijan