নিজস্ব প্রতিবেদন: আন্তর্জাতিক উড়ানে (International Flight) বিপদ! করোনা (Covid 19) আবহে এবার কড়া পদক্ষেপ করল নবান্ন (Nabbana)। ৩ জানুয়ারি থেকে বাতিল ব্রিটেন (Britain) থেকে কলকাতা (Kolkata) আসার সমস্ত বিমান। কেন্দ্রীয় অসামরিক বিমানমন্ত্রককে (Civil Aviation Ministry) চিঠি পাঠাল রাজ্য। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মেলা প্রস্তুতি কেমন চলছে? খতিয়ে দেখতে গিয়েছিলেন গঙ্গাসাগরে (Gangasagar)। ৩ দিনের সফর শেষে এদিন কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। সাগর থেকে রওনা দেওয়ার আগে কিন্তু করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, 'আমি ব্যক্তিগতভাবে ইউকে (UK)-কে খুব ভালোবাসি। কিন্তু দেখা যাচ্ছে, ইউকে-র(UK) ফ্লাইটেই ওমিক্রন (Omicron) বাহকরা বেশি আসছে। এটা ঘটনা, আন্তর্জাতিক বিমান (International Flight) থেকে ওমিক্রন বেশি ছড়াচ্ছে। যতটুকু বেড়েছে, সেটা ধরা পড়েছে এরজন্যই'। এমনকী, কেন্দ্রকে 'জনস্বার্থে আন্তর্জাতিক উড়ান নিয়ন্ত্রণ' করার পরামর্শও দেন মুখ্যমন্ত্রী। করোনা পরিস্থিতি মোকাবিলায় এবার ব্রিটেন থেকে কলকাতা আসার সমস্ত বিমান বাতিলের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। 


আরও পড়ুন: Corona in KMC: কলকাতা কর্পোরেশনে কোভিডের থাবা, করোনা আক্রান্ত মেয়র পারিষদ স্বপন সমাদ্দর-সহ এক কর্মী


এদিকে গত দু'সপ্তাহে আবার করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে কলকাতায়। স্রেফ পরিসংখ্যান তুলে ধরাই নয়, রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে পরিস্থিতি মোকাবিলা পদক্ষেপ করার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব সচিব রাজেশ ভূষণ। কী পদক্ষেপ? চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব লিখেছেন, প্রয়োজনে ফের বিধিনিষেধ আরোপ করতে হবে। পরীক্ষার হার বাড়াতে হবে। এমনকী, তৈরি করতে হবে কন্টেনমেন্ট জোন, বাফার জোনও!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)