WB Higher Secondary Results 2022: ১০ জুন উচ্চমাধ্যমিকের ফলাফল
রেজাল্ট দেখা যাবে http://wbresults.nic.in-এ। এছাড়া মেসেজ করেও জানা যাবে ফলাফল।
শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: আগামী শুক্রবার ১০ জুন উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ। সকাল ১১টায় ফলপ্রকাশ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ফলপ্রকাশ করবেন। মার্কশিট সেদিনই বিতরণ করা হবে বিভিন্ন ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে।
ফলাফল দেখা যাবে বিভিন্ন ওয়েবসাইটে। রেজাল্ট দেখা যাবে http://wbresults.nic.in-এ। এছাড়া মেসেজ করেও জানা যাবে ফলাফল। মেসেজ করতে হবে ৫৬৭৬৭ ও ৫৬৭৬৭৫০ নম্বরে। লিখতে হবে এভাবে- WB12<ফাঁকা> ক্রমিক নম্বর।
প্রসঙ্গত, শুক্রবার ৩ তারিখ প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিকের রেজাল্ট। পাস করেছে ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন। এবছর পরীক্ষায় পাশের হার ৮৬.৬ শতাংশ। পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৭.৬৩ শতাংশ।
WB Madhyamik Results 2022: 'মা খুব গাইড করেছে,' কোন রুটিনে পড়ে মাধ্যমিকে প্রথম অর্ণব?
WB Madhyamik Results 2022: অলিম্পিকের ভক্ত কৌশিকী রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম, ভালোবাসে দাবা খেলতে