শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: আগামী শুক্রবার ১০ জুন উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ। সকাল ১১টায় ফলপ্রকাশ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ফলপ্রকাশ করবেন। মার্কশিট সেদিনই বিতরণ করা হবে বিভিন্ন ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফলাফল দেখা যাবে বিভিন্ন ওয়েবসাইটে। রেজাল্ট দেখা যাবে http://wbresults.nic.in-এ। এছাড়া মেসেজ করেও জানা যাবে ফলাফল। মেসেজ করতে হবে ৫৬৭৬৭ ও ৫৬৭৬৭৫০ নম্বরে। লিখতে হবে এভাবে- WB12<ফাঁকা> ক্রমিক নম্বর। 


প্রসঙ্গত, শুক্রবার ৩ তারিখ প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিকের রেজাল্ট। পাস করেছে ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন। এবছর পরীক্ষায় পাশের হার ৮৬.৬ শতাংশ। পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৭.৬৩ শতাংশ। 


আরও পড়ুন, WB Madhyamik Results 2022: 'রবীন্দ্রসঙ্গীত খুব প্রিয়', গান গেয়ে শোনাল মাধ্যমিকে প্রথম রৌণক, লক্ষ্য ডাক্তার হওয়া


WB Madhyamik Results 2022: 'মা খুব গাইড করেছে,' কোন রুটিনে পড়ে মাধ্যমিকে প্রথম অর্ণব?


WB Madhyamik Results 2022: অলিম্পিকের ভক্ত কৌশিকী রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম, ভালোবাসে দাবা খেলতে


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)