অর্নবাংশু নিয়োগী: ভোট সন্ত্রাস নিয়ে বিরোধী দলনেতার করা মামলায় কড়া পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের। ভোট পর্বে কমিশনের একাধিক পদক্ষেপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। আদালতের নির্দেশের পরেও কেন কমিশন উপযুক্ত পদক্ষেপ করেনি তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি। এমনকি পুনর্নির্বাচনের সংখ্যা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। মাম্লাকারি ছয় হাজার বুথে অশান্তির কথা বললেও কন মাত্র ৬০০ বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হল। কোন যুক্তিতে এই নির্দেশ তা জানতে চেয়ে কমিশনকে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের এই রিপোর্টের উপরেই নির্ভর করছে ইতিমধ্যেই জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নির্বাচন, গণনা এবং জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ সমস্তটাই নির্ভর করছে এই মামলার নির্দেশের উপরে। বুধবার, কমিশনের আচরণ নিয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গেরাজ্যের ভূমিকা নিয়েও দুঃখ প্রকাশ করা হয়। কমিশন যে ভূমিকা পালন করেছে তা কোনওভাবেই মেনে নেওয়া যায়না বা এর বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে।


আরও পড়ুন: WB Panchayat Election 2023: জয়ের বারো ঘণ্টার মধ্যেই পতাকা বদল সিপিএমের ৩ জয়ী প্রার্থীর, ব্যাখ্যা দিল লাল শিবির


কারণ এত বড় একটি মামলা যেখানে কলকাতা হাই কোর্ট মনিটরিং করছে তারপরেও আদালতকে তথ্য দিয়ে সাহায্য করার জন্য কোনও আধিকারিক নেই। এটা আশ্চর্যজনক ঘটনা।


দ্বিতীয়ত বলা হয়েছে যে দুঃখ লাগছে এটা শুনে যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছে তাঁরা জানেই না স্পর্শকাতর বুথ সম্পর্কে তথ্য। সব থেকে বড় কথা হল এই গণনা হওয়ার পরেও এই অশান্তিকে কন্ট্রোল করতে পারেনি রাজ্য পুলিস। তাঁরা ব্যর্থ হয়েছে। প্রয়োজনে আদালত এটাকে একটি স্ট্রং নোট হিসেবে গ্রহণ করছে। ২০ তারিখের মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে।


আদালতের নির্দেশে জানা গিয়েছে যে শুধু পুনর্নির্বাচনই নয় সব জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ নির্ভর করছে কমিশনের রিপোর্টের উপরে। প্রয়োজনে সিসিটিভি ফুটেজ, ব্যালট, এবং ভিডিয়োগ্রাফির ফরেন্সিক করাতে পারে।


আরও পড়ুন: WB Panchayat Election 2023: স্বামী-স্ত্রী লড়ছিলেন পঞ্চায়েত ভোটে, ফল প্রকাশ হতে অবাক দু'জনই


আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে কমিহন যে ভূমিকা পালন করেছে তা কোনও ভাবেই সন্তোষজনক নয়। কলকাতা হাইকোর্ট এই মামলা পুরোটা মনিটর করছে। হাই কোর্টের নির্দেশ মানতে বাধ্য তারা। সুপ্রিমকোর্টও সেই নির্দেশ দিয়েছে।


অন্যদিকে গণনা সেহস হওয়ার পরেও যে অশান্তি কন্ট্রোল করতে পারেনি রাজ্য সরকার সেটা কড়া পর্যবেক্ষণের মধ্যে একটি নোট রেখেছে আদালত।                      


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)