নিজস্ব প্রতিবেদন: 'জয় শ্রী রাম' ধ্বনির পাল্টা 'জয় বাংলা' ও 'জয় হিন্দ' স্লোগান দেওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে জয় হিন্দ বা জয় বাংলা নিয়ে তাদের আপত্তি নেই বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। একইসুর কৈলাস বিজয়বর্গীয়র গলাতেও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন দিলীপ ঘোষ বলেন,''গ্রামে গ্রামে জয় শ্রী রাম হচ্ছে। জয় হিন্দ তো নেতাজি সুভাষচন্দ্র বসুর স্লোগান, এতে আপত্তি নেই। কিন্তু ওদের জয় শ্রী রামে আপত্তি কেন বুঝতে পারছি না''। এমনকি দিলীপ আরও বলেন, জয় শ্রী রাম বলছি বলব। আমরা জয় বাংলা ও জয় মা কালীও বলব। আপত্তি থাকবে কেন?'' 
  
দিলীপের সুরেই এদিন হাজরায় দলের নির্বাচনী পর্যালোচনার সভায় কৈলাস বিজয়বর্গীয় বলেন,''জয় শ্রী রাম বললে বলছে গালি। জয় শ্রী রাম গালি? জয় হিন্দ, জয় বাংলা। আমরাও বলব, জয় হিন্দ, জয় বাংলা, জয় মহাকালী। জয় হিন্দ আমাদের শিরায় শিরায়, শ্রী রাম আমাদের হৃদয়ে''। উপস্থিত কর্মীদের উদ্দেশে জয় হিন্দ, জয় মহাকালী ধ্বনিও দেন কৈলাস বিজয়বর্গীয়।



ভাটপাড়ায় 'জয় শ্রী রাম' জয়ধ্বনির মুখে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেছিলেন, যাঁরা ধ্বনি দিয়েছিলেন, সকলেই বহিরাগত। ওই প্রসঙ্গে দিলীপের মন্তব্য,''বাংলা আরও একবার বিভাজনের দিকে এগিয়ে চলেছে। আরও একবার উদ্বাস্তু হতে হবে। এটাই মানুষ চাইছেন না। বাংলাদেশি, রোহিঙ্গা ও পাকিস্তান সন্ত্রাসবাদীরা আসলে সমস্যা নেই, কিন্তু বিজেপি নেতারা বহিরাগত। আসলে উনি ভয় পাচ্ছেন''। দিলীপের কথায়,''তৃণমূলকে হাফ করেছি, এবার সাফ করার পথে এগিয়ে চলব। লেফট-রাইট নয়। স্বৈরতন্ত্র থেকে মুক্তি চাই। বাম-কংগ্রেসের ভোটও পেয়েছি। তৃণমূলের ভোটও পেয়েছি। তৃণমূলে বিরুদ্ধে এই জনাদেশ''। 


বিজেপি উত্তরপ্রদেশে 'জয় শ্রী রাম' স্লোগান বাংলায় চালু করতে চাইছে বলে অভিযোগ করেছেন তৃণমূল। তাঁর কথায়,''জয় সিয়া রাম শুনেছি, কিন্তু সীতাকে বাদ দিয়ে রামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বিজেপি''। আর 'জয় শ্রী রাম'কে গোবলয়ের সংস্কৃতি আখ্যা দিয়ে জয় মা দুর্গা বা জয় মা কালী নিয়ে মাঠে নেমে পড়েছে তৃণমূল। সেই অস্ত্র ভোঁতা করতে পাল্টা কৌশল নিল বিজেপি। তারাও জানিয়ে দিল, জয় বাংলায় কোনও আপত্তি নেই তাদের।     


আরও পড়ুন- এলাকায় পড়ে থাকুন, সেবা করুন মানুষের, বাংলায় দলকে বার্তা কৈলাসের