নিজস্ব প্রতিবেদন: শেষ পর্যন্ত কী ভাবে পুজো হবে, তা নিয়ে হাইকোর্ট পরিষ্কার রায় দিয়ে দিয়েছে। তা নিয়ে কলকাতার মেয়র এবং এ শহরের অন্যতম পুজো উদ্যোক্তা ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তিনি বলেন, তাঁর নিজের পুজো নিয়ে বিশেষ চিন্তা নেই। কেননা তাঁদের মণ্ডপে প্রায় ৩০ ফুট দূরত্ব রাখা হয়েছে। মানুষ এখনও ঠাকুর দেখছেন। পরেও দেখবেন। দূর থেকেই দেখবেন। অসুবিধা হবে না। কিন্তু অন্যান্য পুজো নিয়ে তাঁর খারাপ লাগছে।


তিনি আরও বলেন, হাইকোর্টের রায় নিয়ে তাঁর কিছু বলার নেই। তাঁরা সাধারণ মানুষ। কোর্ট যা বলবে মেনে নিতে হবে। 
ফিরহাদ জানান, দুর্গাপুজো তাঁর কাছে মূলত উৎসব। সেই উৎসবে সকলে সামিল হবে, এটাই তাঁর কাছে সব চেয়ে বড় প্রাপ্তি। সেটা এ বারে হবে না বলে তাঁর একটু খারাপ লাগছে।


ছোটদের জন্য তাঁর সব চেয়ে খারাপ লাগছে বলেও জানান কলকাতার মেয়র। তিনি বলেন, ছোটরা আটমাস ঘরবন্দি। স্কুল নেই। পার্ক বন্ধ। অনলাইন পড়ায় ক্লান্ত ছোটরা হয়তো এই পুজোয় একটু আনন্দ করতে পারত। কিন্তু পারবে না।  


আরও পড়ুন: শক্তিশালী হচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ, অকাল বর্ষণে ভাসবে গোটা পুজো