ওয়েব ডেস্ক: ভারতের মধ্যেই আছে আরেকটা ভারত। ঠিক সেরকমই যেন, পশ্চিমবঙ্গের মধ্যেও রয়েছে আরও একটি পৃথিবী। যার দুই দিকের চরিত্র একেবারে দুইরকম। কারণ, ঠিক এই মুহূর্তে রাজ্যের উত্তর-দক্ষিণ,  যেন এখন দুই মেরু। উত্তরে বৃষ্টি।দক্ষিণ একেবারে শুকনো খটখটে। তবে, জমছে চিন্তার মেঘ। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় হাঁসফাঁস দশা হবে দক্ষিণবঙ্গ-বাসীর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন কলকাতায় চালু হল ইনকাম ট্যাক্স অ্যাপলেট ট্রাইবুনালের প্রথম ই-কোর্ট


কলকাতায় চৈত্র মাসেই বৈশাখের উত্তাপ। গরমের চেয়েও বেশি ঘেমেনেয়ে, অস্থির অবস্থা। একমাত্র স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে, তবেই দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আকাশ যদিও আংশিক মেঘলা থাকবে।


আরও পড়ুন  বাড়িতে নয়, রক্ত প্যাথলজিক্যাল ল্যাবে গিয়ে দেওয়াই ভাল