ওয়েব ডেস্ক: পূর্বাভাস ছিলই গত কয়েকদিন ধরে। মিলেও গেল সেটা একেবারে। মকর সংক্রান্তির আগের দিনই ফের পুরনো ফর্মে শীত। এক ধাক্কায় তাপমাত্রা কমল প্রায় ৩ ডিগ্রি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি। আজ তা আরও কমে দাঁড়াল ১৩.৫ ডিগ্রিতে। হাওয়া অফিস জানাচ্ছে, কাল অর্থাত্‍ মকর সংক্রান্তির দিন তাপমাত্রা আরও কমবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বাপ না বেটা, কার দখলে থাকবে সাইকেল, তা চূড়ান্ত হবে হয়ে যাবে আজই


উত্তর ভারতে প্রবল শৈত্যপ্রবাহ জারি থাকায় আগামী কয়েক দিনে পারদ আরও নামবে। সব মিলিয়ে বলাই যায় সোয়েটার গায়ে কাঁপতে কাঁপতে পিঠে-পুলির সুখ নেওয়ার মুহূর্ত আপনার হাতের নাগালে। তাই শীতকালের বিদায়বেলার আগে চেটেপুটে উপভোগ করুন ঠাণ্ডা। 


আরও পড়ুন  রোগী মৃত্যুকে কেন্দ্র করে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে ধুন্ধুমার