নিজস্ব প্রতিবেদন: করোনা অতিমারীর জেরে পিছিয়ে গেল রাজ্য জয়েন্ট এন্ট্রাস (WBJEE)। ১১ জুলাই পরীক্ষা হওয়ার কথা ছিল। তার পরিবর্তে পরীক্ষা হবে ১৭ জুলাই। ১৪ অগাস্টের মধ্যে ফল প্রকাশিত হবে। বুধবার সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন রাজ্য জয়েন্ট এন্ট্রাস বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা। তিনি বলেন, 'পরীক্ষার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত।' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মলয়েন্দু সাহা জানান, জয়েন্ট এন্ট্রাসে (WBJEE) এবার মোট পরীক্ষার্থী ৯২ হাজার ৬৯৫ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২৯৪। ১৫ সেপ্টেম্বরের মধ্যে হবে তিন দফায় কাউন্সেলিং। বাড়ির কাছাকাছি কেন্দ্রেই পরীক্ষা নেওয়া হবে। কোভিড মেনে পরীক্ষার বন্দোবস্ত করা হবে। একটা ঘরে সর্বাধিক ২০ জন পরীক্ষার্থী থাকতে পারবেন। একটা বেঞ্চে একজন, বড় বেঞ্চ হলে দু'জন পরীক্ষার্থী বসতে পারবেন। চলতি বছরে এটাই প্রথম অফলাইন পরীক্ষা। আমাদের কাছে চ্যালেঞ্জ। 


কিন্তু জুলাইয়ে কি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে? তাও আবার মাত্র ৬ দিনের তফাতে! রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের (WBJEE) ব্যাখ্যা, জুলাইয়ের মাঝামাঝি গণপরিবহণ ব্যবস্থা চালু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। পরীক্ষা শনিবার নেওয়া হবে। রবিবার বাস-ট্রেন কম থাকায় অসুবিধায় পড়তে পারতেন পরীক্ষার্থীরা।


আরও পড়ুন- সাংসদের পর উত্তরের দুজন BJP বিধায়কের মুখেও পৃথক রাজ্য, মানুষের ক্ষোভ আছে: Dilip


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)