নিজস্ব প্রতিবেদন: রাজ্যে বিজেপির বহর বাড়ায় বহর বাড়ল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালনেরও। শনিবার মধ্য় কলকাতার মুরলিধর সেন স্ট্রিটে বিজেপির সদর দফতেরর সামনে ছিল জমজমাটি আসর। ছিল বিশাল পদ্ম। ছিল মিষ্টিমুখের আয়োজনও।  এদিনই শুরু হয়েছে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



দিলীপবাবু বলেন, পশ্চিমবঙ্গে আমাদের ৪২ লক্ষ সদস্য রয়েছে। আমরা এবার তা ১ কোটি পার করতে হবে। বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গাছ লাগিয়ে এই অভিযানের সূচনা করেছেন। 


এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। যাদবপুরের তৃণমূল নেতা উত্তম সাহা এদিন বিজেপিতে যোগ দেন। 


শনিবার কলকাতা-সহ গোটা রাজ্যে বিভিন্ন জায়গায় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১১৯তম জন্মদিন পালিত হয়।