নিজস্ব প্রতিবেদন: জো বাইডেন ও কমলা হ্যারিস পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর থেকে শুভেচ্ছা পেলেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার একটি টুইটে মুখ্যমন্ত্রী লেখেন-- 'কনগ্র্যাচুলেশনস টু প্রেসিডেন্ট-ইলেক্ট @ জো বাইডেন অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট @ কমলা হ্যারিস। মে দ্য  ইন্ডিয়া-ইউএস ফ্রেন্ডশিপ গ্রো।' 


শুভেচ্ছা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আশা প্রকাশ করেছেন যে, আগামী দিনে ইন্দো-আমেরিকান সম্পর্ক আরও উন্নত হবে।


স্বভাবতই এখন একটাই প্রশ্ন ভেসে বেড়াচ্ছে-- এ বার কি মুখ্যমন্ত্রী আমেরিকা যাবেন? এই প্রশ্ন উঠছে, কারণ, ট্রাম্পের আমলে একাধিকবার বিভিন্ন উপলক্ষ্যে আমন্ত্রণ পেয়েও সে দেশে যাননি মমতা।


রাজনৈতিক মহল জানাচ্ছে, ভারতীয়দের ভিসা নিয়ে ট্রাম্পের অভিবাসন নীতি মানতে পারেননি মমতা। ট্রাম্পের উদ্বাস্তু নীতিরও বিরোধী তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ আবার জানাচ্ছে, ট্রাম্প বহুত্ববাদে বিশ্বাস করেন না, মুসলিমদের ক্ষেত্রেও তাঁর নীতি প্রশ্নের মুখে। ফলে মমতার পক্ষে ট্রাম্পের নীতি মানা কঠিন ছিল। সম্পূর্ণ ভিন্ন একটি দৃষ্টিকোণ যদিও জানাচ্ছে, ট্রাম্প ও মোদী ঘনিষ্ঠ। তাঁদের রাজনীতি এক। সেই রাজনীতিটা মানেন না মমতা, সেটা প্রকাশ করার জন্যই প্রতিবাদস্বরূপ এতদিন আমেরিকায় যাননি মমতা।


ঘটনা যা-ই হোক। এখন শুধুই অপেক্ষা। নতুন বছরে মমতার নতুন রাজনৈতিক সফরসূচিতে আমেরিকা থাকে কিনা, সেটাই বড় প্রশ্ন। 


আরও পড়ুন: বিজেপি রাজ্য সভাপতি বদল হচ্ছে? অমিত শাহের সঙ্গে বৈঠকের পর স্পষ্ট জানালেন দিলীপ