West Bengal Election 2021: `মো-শা আপনারা খুনি,` কোচবিহারে বাহিনীর গুলিতে মৃত্যু নিয়ে আক্রমণ Derek-র
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে ৪ জনের।
নিজস্ব প্রতিবেদন: শীতলকুচি ও মাথাভাঙার ঘটনায় নরেন্দ্র মোদী (Narendra Modi) ও অমিত শাহকে (Amit Shah) নিশানা করলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien)। তাঁর কথায়,'মোদী ও শাহ মরিয়া হয়ে উঠেছেন। এটাই সোনার বাংলা! বাংলা কখনও আপনাদের ক্ষমা করবে না।'
ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien) টুইটে লিখেছেন,'স্বচ্ছ ও সুষ্ঠুভাবে আপনারা হারাতে পারছেন না। গুলি করে খুন করতে হচ্ছে। মো-শা আপনারা হত্যাকারী। আপনাদের নির্দেশেই ডিজি, ডিজি, এডিজি এবং ওই জেলার পুলিস সুপার বদলি করেছে নির্বাচন কমিশন। ৫ জনের মৃত্যু হয়েছে। আপনাদের দুজনের হাতে রক্ত লেগে। এতে অবশ্য় আপনারা অভ্যস্ত।'
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে ৪ জনের। মৃতদের নাম হামিদুল হক, সামিয়ুল হক, মনিরুল হক, নুর আলম। সকালে রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু হয়েছে আর একজনের। তৃণমূলের দাবি, বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল নেত্রীকে দায়ী করে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক বলেন,'মমতার উস্কানিমূলক মন্তব্যের জেরে মাথাভাঙা, শীতলকুচিতে বিশেষ শ্রেণির লোকেরা বাহিনীর উপরে চড়াও হয়। কেন্দ্রীয় বাহিনী আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে।'
আরও পড়ুন- West Bengal Election 2021: বাহিনী নিয়ে ততক্ষণ বলব, যতক্ষণ তারা BJP করবে, কমিশনের নোটিসেও অনড় Mamata