West Bengal Election 2021: বাহিনী না থাকলে বুথ দখল, আশঙ্কায় ষষ্ঠ, সপ্তম ও অষ্টম এক দফায় `না` কমিশনের
করোনা ঊর্ধ্বমুখী, তবে একসঙ্গে শেষ তিন দফার ভোট (West Bengal Election 2021) করাতে রাজি নয় কমিশন (Election Commission)। ভরসা নেই রাজ্যের বাহিনীর উপরে।
নিজস্ব প্রতিবেদন: গোটা দেশের মতো বাংলাতেও উদ্বেগজনক করোনা (Coronavirus) পরিস্থিতি। শেষ তিন দফা একসঙ্গে করা হতে পারে বলে জল্পনা ছড়িয়েছিল। সেই জল্পনা খারিজ করল নির্বাচন কমিশন (Election Commission)। তারা জানাল, তিনটি দফার ভোটগ্রহণ একসঙ্গে করতে গেলে যত বাহিনীর দরকার, তা হাতে নেই। নির্বাচনী পর্যবেক্ষকদের সঙ্গে এ দিন ভিডিয়ো কনফারেন্স করেন নতুন নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র।
নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে খবর, সুশীল চন্দ্রের সঙ্গে বৈঠকেই তিনটি দফা একসঙ্গে না করার সিদ্ধান্ত হয়েছে। বিশেষ পুলিস পর্যবেক্ষক বিবেক দুবে স্পষ্ট করেছেন, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম দফার ভোট একসঙ্গে করতে লাগবে ১৪০০ কোম্পানি অতিরিক্ত বাহিনী। জানা দিয়েছে, ষষ্ঠ দফায় ৯২৪ কোম্পানি, সপ্তম দফায় ৭৯১ ও অষ্টম দফায় ৭৪৬ কোম্পানি বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন (Election Commission)। অর্থাৎ তিনটি দফায় সবমিলিয়ে ২৪৬১ কোম্পানি বাহিনী দরকার। এখন রাজ্যে আছে ১০৭১ কোম্পানি বাহিনী। এত অল্প সময়ে বাড়তি বাহিনী নিয়ে আসা সম্ভব নয় বলে কমিশন সূত্রে খবর।
রাজ্যের বাহিনীর উপরেও ভরসা নেই কমিশনের। বিশেষ পুলিস পর্যবেক্ষক বিবেক দুবে বলেন,'রাজ্যের সশস্ত্র বাহিনী থাকলে বুথ দখল হতে পারে। ১০০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী না থাকলে তা এড়ানো যাবে না। এটা কোনও অবস্থাতেই মেনে নেবে না কমিশন।'
বলে রাখি, বাকি চার দফা ভোটের আগে রাজ্যে বাড়ছে পুলিস পর্যবেক্ষকদের সংখ্যা। আরও ১১ জন পর্যবেক্ষক আসছেন। রাজ্যে পর্যবেক্ষকের সংখ্যা বেড়ে হচ্ছে ৬৬। আগামিকাল সর্বদল বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন (Election Commission)। প্রতিটি রাজনৈতিক দলের ১ জন করে প্রতিনিধি ডাকা হয়েছে। করোনা পরিস্থিতিতে ভোট প্রচারে অদলবদল নিয়ে আলোচনা হতে পারে বলে খবর।
আরও পড়ুন- শীতলকুচিতে সেদিন Central Force না থাকলে বুথ দখল হয়ে যেত, দাবি কমিশনের