নিজস্ব প্রতিবেদন: হুইল চেয়ারে এগিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর পাশে হাঁটছেন জয়া বচ্চন  (Jaya Bachchan)। পয়লা বৈশাখে এ দৃশ্যই দেখল কলকাতা। তৃণমূলের প্রচারে এ রাজ্যে এসেছেন জয়া। হলুদ শাড়ি, মাথায় দলীয় লাল টুপি পরে বৃহস্পতিবার তৃণমূলের রোড শোয়ে সামিল হলেন সমাজবাদী পার্টির নেত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নববর্ষে বেলাঘাটা থেকে জোড়াসাঁকো পর্যন্ত রোড শো করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সঙ্গে মিছিলে অংশ নেন তৃণমূলের প্রার্থীরা। তবে আলাদা করে নজর কেড়েছেন জয়া বচ্চন। গত ৪ এপ্রিল রাজ্যে এসেছেন তিনি। জানিয়েছিলেন, দলের সুপ্রিমো অখিলেশ যাদবের নির্দেশেই বাংলায় আসা। এ দিন বেলেঘাটা থেকে কাঁকুড়গাছি পর্যন্ত তৃণমূলের রোড শোয়ে দেখা গিয়েছে জয়াকে (Jaya Bachchan)। পরে আবার সদানন্দ পার্ক থেকে বউবাজার পর্যন্ত মিছিলে হাঁটেন বচ্চন ঘরণী। মমতার সঙ্গে কথা বলতেও দেখা গিয়েছে তাঁকে। এ দিন জয়া বচ্চন বলেন,'কোনও পরিবর্তন চাই না। মমতাকেই চাই। তাঁর সরকারই আসুক।' 


তৃণমূলের প্রচারে এসে সাংবাদিক বৈঠকে জয়া বচ্চন (Jaya Bachchan) বলেছিলেন,'সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করছেন একজন মহিলা। মাথা ভাঙা, পা ভাঙা কিন্তু ওরা মমতার হৃদয় ও মস্তিষ্ককে ভাঙতে পারেনি। বাংলাকে বিশ্বের সেরা করাই মমতার জেদ। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে এখানে আরও উন্নতি হবে। আমার ধর্ম ও গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেবেন না। আপনাদের গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই করছেন মমতা (Mamata Banerjee)।'        


আরও পড়ুন- WB Assembly Election 2021: বাহিনীর উপরে হামলা হলে ফের গুলি চলবে, নিষেধাজ্ঞা উঠতেই ফের বেফাঁস Rahul Sinha