নিজস্ব প্রতিবেদন: কোভিডের গ্রাফ ঊর্ধ্বমুখী অথচ রাজনৈতিক সভা-প্রচারে বিরাম নেই! এই পরিস্থিতিতে 'সময়োচিত' সিদ্ধান্ত নিল বামফ্রন্ট। বাকি ৩টি দফার ভোটে বড় সভা-সমাবেশ না করার সিদ্ধান্ত নিল তারা। সিপিএমের পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম (Md Salim) ঘোষণা করলেন, ছোট ছোট সভা হবে। বিকল্প উপায়ে চলবে প্রচার।                  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ দিন সাংবাদিক বৈঠকে মহম্মদ সেলিম (Md Salim) বলেন,'আমরা নিজের সিদ্ধান্ত নিয়েছি, চার দফায় ভোট হয়েছে, পঞ্চম দফার প্রচার শেষলগ্নে, যথা সম্ভব বড় ভিড়, হইচই পাকানো হবে না।  বৃহৎ প্রচারে না গিয়ে মানুষকে সচেতন করব। ভোট হয়েছে, বা ভোট হয়নি, এমন জায়গাগুলিতে গত ১ বছর ধরে যা করে এসেছি, আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো, মানুষের হক নিয়ে লড়াই করব। রেশন ও খাদ্য পৌঁছে দেওয়া হবে।'


তাহলে কীভাবে প্রচার চলবে? সেলিমের (Md Salim) কথায়,'বাড়ি বাড়ি গিয়ে প্রচার চলবে। সৃজনশীল কাজকর্ম ও উদ্ভাবনী শক্তিকে ব্যবহার করে জনসংযোগ চলবে। পাড়ায়, উঠোনে ও বুথে ছোট ছোট সভা হবে। এমনিতেই বিজেপি ও তৃণমূলের জমায়েত হচ্ছে না। আজকেও তৃণমূলের ফাঁকা মাঠ দেখলাম। বিজেপির কেন্দ্রীয় নেতাদের মিটিংয়েও ভিড় হচ্ছে না। আমাদের বিশাল বিশাল জমায়েত হচ্ছে ছোট ছোট মিটিংয়েও। আমাদের সভায় শারীরিক দূরত্ব যাতে বজায় থাকে তার ব্যবস্থা করা হবে। মাস্ক ও স্যানিটাইজার পর্যাপ্ত রাখা হবে।'


অন্যদিকে, করোনা (Corona) পরিস্থিতিতেও রাজনৈতিক সভা-সমাবেশে মেলা লোক! হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। ওই মামলায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, ভিড় রুখতে জেলাশাসক ও কমিশনকেই দায়িত্ব নিতে হবে। প্রয়োজনে ১৪৪ ধারা ব্যবহার করা যেতে পারে।  


আরও পড়ুন- TMCমুক্ত ভারতের কথা বলেন না PM, বাংলায় পা দিয়েই মোদী-দিদি যোগের দাবি Rahul-র