নিজস্ব প্রতিবেদন: নন্দীগ্রামের (Nandigram) আমদাবাদ হাইস্কুলের মাঠের সভায় শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেন,'কোথা থেকে পেল এত বাড়ি? পেট্রোল পাম্প, ট্রলার? কোটি কোটি টাকা করে এক কোটি কোটি টাকা দিয়ে বলবে ভোটটা দাও। হাজার হাজার কোটি টাকা কামিয়েছিস। সরকারের ৭০ ভাগ খেয়েছো। সেই টাকা রক্ষা করতে এখন বিজেপিতে।'  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মমতা (Mamata Banerjee) বলেন,'জিজ্ঞেস করুন একটা প্রশ্ন, আমি কখন ডিক্লেয়ার করেছিলাম, আমি দাঁড়াব, যখন তুমি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলে। তখন বলেছিলাম, নন্দীগ্রামে আপনারা চান, আমি কি দাঁড়াই? আমি আড্ডা মারতে মারতে বলেছিলাম, কিন্তু ভাবিনি এটা সিরিয়াস হয়ে যাবে। তারপরে আমায় বলছে, মিথ্যা কথা বলছে ও তো দু জায়গা থেকে দাঁড়াবে। নন্দীগ্রাম থেকে পালাবে। বলছে বহিরাগত। বুঝুন বাংলার মুখ্যমন্ত্রীকে বলছে বহিরাগত!' 


মমতার (Mamata Banerjee) হুঁশিয়ারি, 'গুন্ডামি, মস্তানি কাঁথিতে গিয়ে করো। তুমি নন্দীগ্রামের ভূমিপুত্র? তোমার বাড়ি নন্দীগ্রামে না কাঁথিতে? কটা বাড়ি তোমার? একটু বলো। কাঁথিতে একটা বাড়ি। হলদিয়াতে একটা বাড়ি। কোলাঘাটে একটা বাড়ি। কলকাতাতে ৪০টা বাড়ি। কটা বাড়ি তোমার? নন্দীগ্রামে তুমি হয়ে গেলে ভূমিপুত্র, আর আমি বহিরাগত! তুমি মহারাজ সাধু হলে আজ , আমি চোর বটে।' মমতা বলেন,'তোর তো ভাগ্য ভালো আমি নন্দীগ্রামে দাঁড়িয়েছি। ভবানীপুরে অনেক ভোটে জিততে পারতাম। লজ্জা করে না! আমি কেন দাঁড়িয়েছি, প্রশ্ন করছিস। আমি যে কোনও জায়গায় দাঁড়াতে পারি। নন্দীগ্রামের আন্দোলনকে সম্মান জানানোর জন্য দাঁড়িয়েছি। কোথা থেকে এসেছে কয়েকটা গুন্ডা হরিদাস!'  



নন্দীগ্রামের কোনও উন্নয়ন হয়নি বলে দাবি করেন মমতা (Mamata Banerjee)। বলেন, 'এই তো রাস্তাটার অবস্থা! তুই যদি নন্দীগ্রামের এত বড় নেতা হয়ে উন্নয়ন করে থাকিস, রাস্তাটার কী অবস্থা? আমি যে রাস্তাটা দিয়ে এলাম। রাস্তায় মনে হচ্ছে পুকুর হয়ে আছে। সব রাস্তা ভালো করে দিয়েছি। নন্দীগ্রামের রাস্তা এত খারাপ হবে কেন? বিরুলিয়াতে দেখলাম রাস্তায় বড় বড় গর্ত। আজ আমদাবাদে এলাম বড় বড় গর্ত। তা তুমি মহান নেতা কী করছিলে? উন্নয়ন করেছো! তুমি তোমার নিজের এলাকার রাস্তাটা আমাকে দিয়ে করাতে পারোনি।'


আরও পড়ুন- West Bengal Election 2021: মহিলার সঙ্গে সম্পর্ক, অবসাদে আত্মহত্যা দিনহাটার BJP নেতার, কমিশনে রিপোর্ট দুবের