West Bengal Election 2021: মহিলার সঙ্গে সম্পর্ক, অবসাদে আত্মহত্যা দিনহাটার BJP নেতার, কমিশনে রিপোর্ট দুবের
ভোটের (West Bengal Election 2021) আগে দিনহাটায় (Dinhata) বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধারের পর তৃণমূলকে কাঠগড়ায় তুলেছিল গেরুয়া শিবির।
নিজস্ব প্রতিবেদন: দিনহাটায় (Dinhata) আত্মহত্যাই করেছেন বিজেপি নেতা (BJP Leader)। তেমন রিপোর্টই জমা পড়ল নির্বাচন কমিশনে। বিশেষ পুলিস পর্যবেক্ষক বিবেক দুবের রিপোর্ট অনুযায়ী, অবসাদে ভুগছিলেন বিজেপির মণ্ডল সভাপতি অমিত সরকার (Amit Sarkar)। বিধানসভা ভোটে টিকিট না পেয়ে আরও হতাশ হন। সেই হতাশা থেকে আত্মহত্যার পথ বেছে নেন। এক মহিলার সঙ্গে সম্পর্কের উল্লেখও রয়েছে রিপোর্টে।
ভোটের (West Bengal Election 2021) আগে মণ্ডল সভাপতি অমিত সরকারের (Amit Sarkar) ঝুলন্ত দেহ উদ্ধারের পর তৃণমূলকে (TMC) কাঠগড়ায় তুলেছিল বিজেপি (BJP)। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিলেছিল আত্মহত্যার ইঙ্গিত। এই ঘটনার তদন্তের পর কমিশনে রিপোর্ট জমা দিলেন বিশেষ পুলিস পর্যবেক্ষক বিবেক দুবে (Vivek Dubey)। অমিত সরকারের (Amit Sarkar) স্ত্রীর সঙ্গেও কথা বলেছেন তিনি। অমিতের স্ত্রী তৃণমূলের বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি।
বিশেষ পুলিস পর্যবেক্ষক বিবেক দুবের তদন্ত রিপোর্টে বলা হয়েছে, খুন নয় আত্মহত্যাই করেছেন অমিত সরকার। দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন তিনি। টিকিট না পেয়ে আরও বাড়ে। ওষুধ খাওয়া বন্ধ করে দেন অমিত সরকার। রাতে বাড়ির অদূরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার পকেটে মিলেছিল একটি সুইসাইড নোট। সেখানে এক মহিলা বিজেপি কর্মীর আচরণ নিয়েও হতাশার কথা ছিল তাতে।
গত বুধবার সকালে দিনহাটার পশু হাসপাতালে উদ্ধার হয়েছিল বিজেপির মণ্ডল সভাপতি অমিত সরকারের ঝুলন্ত দেহ। ভোটের (West Bengal Election 2021) আগে এই ঘটনা নিয়ে প্রতিবাদে নামে বিজেপি কর্মীরা। পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। পুলিসের সঙ্গে তাঁদের সংঘর্ষে উত্তপ্ত হয় এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কেন্দ্রীয় বাহিনী।
আরও পড়ুন- WB assembly election 2021 : 'মাথার চিকিত্সা করাতে হবে', মমতাকে টিপ্পনী শুভেন্দুর