নিজস্ব প্রতিবেদন: করোনার দ্বিতীয় ঢেউ রুখতে দুপুরে লোকাল ট্রেন বন্ধের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু কত দিনের জন্য, তা অস্পষ্ট ছিল। রাতে নবান্ন (Nabanna) বিজ্ঞপ্তি দিয়ে জানাল, আপাতত ১৪ দিনের জন্য বন্ধ থাকছে লোকাল ট্রেন চলাচল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শপথগ্রহণের পরই এ দিন নবান্নে সাংবাদিক বৈঠকে করোনার মোকাবিলায় একগুচ্ছ বিধিনিষেধের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর মধ্যে অন্যতম আগামিকাল, বৃহস্পতিবার থেকে বন্ধ হচ্ছে লোকাল ট্রেন। পরে মুখ্যসচিব বিবৃতি দিয়ে জানালেন, আপাতত ১৪ দিন বন্ধ থাকছে লোকাল ট্রেন পরিষেবা। বাস ও মেট্রোর সংখ্যা কমানো হবে ৫০ শতাংশ। ভিন রাজ্য থেকে আসা বাস ও ট্রেন যাত্রীদের আরটি-পিসিআর পরীক্ষা রিপোর্ট বাধ্যতামূলক। 


এদিকে, রাজ্য সরকারের নির্দেশ মেনে রেল বিবৃতি দিয়েছে,অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হচ্ছে লোকাল ট্রেন। স্পেশাল, পার্সেল ট্রেন ও মালগাড়ি চালু থাকবে।  


আরও পড়ুন- আগামিকাল থেকে রাজ্যে লোকাল ট্রেন বন্ধ, অতিমারী মোকাবিলায় মমতার সিদ্ধান্ত