নিজস্ব প্রতিবেদন: নীলবাড়িতে প্রত্যাবর্তন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নন্দীগ্রামে তিনি ১২০১ ভোটে জিতেছেন বলে দাবি করেছে সংবাদ সংস্থা এএনআই। বিকেলে তৃণমূল নেত্রী বলেন,''অনেক অভিনন্দন বাংলার মানুষকে। বাংলার জয়। বাংলাই পারে।''                          


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তৃণমূলের জয়ের আভাস মিলতেই কালীঘাটে নেত্রীর বাড়ির সামনে ভিড় করে এসেছিলেন কর্মী-সমর্থকরা। বিকেলে তাঁদের উদ্দেশে মমতার বার্তা,''সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সুস্থ থাকুন। সকলে ভালো থাকুন। কোভিড বিধি মেনে চলুন। প্রেস মিট পরে করব। বিজয় মিছিল এখনই না করে কোভিডে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। বিজয় মিছিল নিয়ে পরে সিদ্ধান্ত নেব। আপনারা খুব খেটেছেন। আস্তে আস্তে বাড়ি ফিরে যান। কোভিডের জন্য যত্ন নিন। গরম জলে স্নান করুন। সকলে মাস্ক ব্যবহার করুন। ঠিক আছে। অনেক ধন্যবাদ।''


ভোটে বহিরাগত তকমায় বিজেপিকে বিঁধেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেছিলেন,''বাংলাকে গুজরাট শাসন করবে না। বাংলার শাসন থাকবে বাঙালির হাতে।'' সে দিকে ইঙ্গিত করে মমতা বুঝিয়ে দিলেন এই জয় বাংলার। তাঁর কথায়,''অনেক অভিনন্দন বাংলার মানুষকে। বাংলার জয়। বাংলাই পারে। বাংলার জয়।''


আরও পড়ুন- একশো পার করছে না BJP, চ্যালেঞ্জ জিতেও সন্ন্যাস নিচ্ছেন Prashant