একশো পার করছে না BJP, চ্যালেঞ্জ জিতেও সন্ন্যাস নিচ্ছেন Prashant
বাংলায় ২০০ আসন জেতার লক্ষ্য বেঁধে দিয়েছিলেন অমিত শাহ (Amit Shah)। কিন্তু তার অর্ধেক আসনও জোগাড় করতে পারছে না তাঁর দল।
নিজস্ব প্রতিবেদন: বিজেপি (BJP) ১০০ পার করবে না। এই সেদিনও অডিয়ো ফাঁস হওয়ার পর দাবি করেছিলেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)। বড় হেরফের না হলে এখনও পর্যন্ত ভোট-প্রবণতায় স্পষ্ট, বাংলায় একশো পার করছে না গেরুয়া শিবির। রবিবার পুরনো টুইট আরও একবার সামনে আনলেন তৃণমূলের ভোটকৌশলী। তাঁর কথা মিলে গেলেও সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করেছেন পিকে। একটি সংবাদমাধ্যমকে প্রশান্ত কিশোর (Prashant Kishor) বলেন,''বিরতি নেওয়ার সময় হয়েছে। জীবনে অন্য কিছু করতে চাই।''
২০২০ সালের ২১ ডিসেম্বর প্রশান্ত কিশোর (Prashant Kishor) টুইট করেছিলেন,''বিজেপিকে তোল্লাই দিচ্ছে সহযোগী সংবাদমাধ্যমগুলি। বাস্তবে দুই সংখ্যা পার করতে কষ্ট করতে হবে বিজেপিকে। এর চেয়ে বেশি আসন পেলে পেশা ছেড়ে দেব। টুইটটি মনে রাখুন।''
বাংলায় ২০০ আসন জেতার লক্ষ্য বেঁধে দিয়েছিলেন অমিত শাহ (Amit Shah)। কিন্তু তার অর্ধেক আসনও জোগাড় করতে পারছে না তাঁর দল। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, ৮৪টি আসনে এগিয়ে বিজেপি। খুব বেশি হেরফের হওয়া অসম্ভব। তৃণমূলের প্রত্যাবর্তন স্পষ্ট হতেই পুরনো টুইট উপরে তুলে এনেছেন প্রশান্ত (Prashant Kishor)। তবে ভোটকৌশলীর পেশায় আর থাকতে চান না তিনি। একটি সাংবাদমাধ্যমে তিনি বলেছেন, ''একটু বিরতি নিতে চাই। জীবনে অন্য কিছু করব। এই কাজটা ছাড়তে চাই।'' তাহলে কি রাজনীতিতে যোগ দেবেন? প্রশান্তের জবাব,''আমি ব্যর্থ রাজনীতিক। দেখতে হবে আমি ঠিক কী করতে পারি।' বিজেপির হারের বিশ্লেষণে প্রশান্তের অভিমত, মোদীর জনপ্রিয়তায় ভর করে সব ভোটে জেতা সম্ভব নয়।
আরও পড়ুন- Assam Election Results 2021: অসমে ফের ক্ষমতায় NDA! ভোট প্রবণতায় পার ম্যাজিক ফিগার