অর্ণবাংশু নিয়োগী: সম্ভাবনা ছিলই। ডিএ মামলা এবার সুপ্রিম কোর্টে। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করল রাজ্য। আগামী সোমবার মামলার শুনানির সম্ভবনা। হাইকোর্টে হলফনামা দিয়ে জানানো হল, 'আদালত অবমাননার মামলা গ্রহণযোগ্য নয়'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন্দ্রীয় হারে কি ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা? আইনি লড়াই অব্যাহত। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ থেকে মামলা গড়িয়েছিল ডিভিশন বেঞ্চে। ডিএ মামলায় রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল রাজ্য। কিন্তু সেই আর্জি খারিজ হয়ে যায়। সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখে হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত ডিভিশন বেঞ্চে। ফলে আগামী ৩ মাসের মধ্যে কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এবার মামলা দায়ের করা হল সুপ্রিম কোর্টে।


এর আগে, বকেয়া ডিএ-র দাবিতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে বা স্যাটে মামলা করেছিলেন রাজ্য় সরকারি কর্মচারীরা। স্রেফ কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া নয়, রাজ্যের মুখ্যসচিবকে ৩ মাসের মধ্য়েই যাবতীয় প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেয় স্যাট। কিন্তু সেই নির্দেশ কার্যকর হয়নি। এরপর যখন হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনগুলি, তখন ডিএ মামলায় স্যাটের নির্দেশই বহাল রাখে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ।


আরও পড়ুন: TET Exam: তিনগুণ বেড়ে পরীক্ষার্থী রেকর্ড সংখ্যক প্রায় ৭ লাখ, শূন্যপদ ১১ হাজার


এদিকে আদালতের দেওয়া সময়সীমা পেরিয়ে গিয়েছে। বকেয়া ডিএ কেন মেটানো হল না? রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার অভিযোগে মামলা করেছে  ইউনিটি ফোরাম নামে একটি সংস্থা। সেই মামলায় এদিন আদালতে হলফনামা জমা দিয়েছে রাজ্য। হলফনামায় জানানো হয়েছে, 'আদালত অবমাননার মামলা গ্রহণযোগ্য নয়'। সপ্তম বেতন কমিশনের আওতায় ফের ডিএ বেড়েছে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের। ৩১ নয়, ৩৪ শতাংশ হারে এখন মহার্ঘ ভাতা পাচ্ছেন তাঁরা। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)