Exclusive: খাস কলকাতায় `ভুতুড়ে` প্রাথমিক স্কুল! হাইকোর্টে রিপোর্ট রাজ্যের
সেকেন্ডারি স্কুলগুলির অবস্থাও তথৈবচ। `কি করে এই ভৌতিক স্কুল চলছে`?,হাইকোর্টে প্রশ্ন তুললেন মামলাকারীর আইনজীবী।
অর্ণবাংশু নিয়োগী: খাতায়-কলমে স্কুল চলছে, কিন্তু ক্লাস হয় না! খোদ রাজ্য সরকারের দেওয়া রিপোর্টেই 'ভুতুড়ে' প্রাথমিক স্কুলের হদিশ মিলল কলকাতায়। এমনকী, সেকেন্ডারি স্কুলগুলির অবস্থাও তথৈবচ।
সরকারি স্কুলে ছাত্র-শিক্ষক অনুপাত ঠিক নেই কেন? মামলা চলছে কলকাতা হাইকোর্টে। সেই মামলার প্রেক্ষিতেই সরকারি স্কুলগুলির বর্তমান অবস্থা সম্পর্কে রাজ্যের কাছে রিপোর্ট তলব করে আদালত। কয়েকশো পাতার রিপোর্ট জমা দিয়েছে সরকার। কী রয়েছে সেই রিপোর্টে?
রাজ্যের রিপোর্ট
------------
কলকাতায় প্রাথমিক স্কুল- ১১৫৪টি
চিহ্নিত করা গিয়েছে-১১০টি
ছাত্র নেই. শিক্ষক নেই, এমন স্কুল-২৫টি
শিক্ষক আছে, পড়ুয়া নেই, এমন স্কুল-৮৫টি
আর সেকেন্ডারি স্কুল? জানা গিয়েছে, খাতা-কলমে চালু রয়েছে বিজয়গর শ্রীকলোনি লক্ষ্মী প্রিয়া শিশু বিদ্যালয়। কিন্তু বাস্তবে, স্কুল ভবনের কঙ্কালসার দশা। প্রবেশপথে ময়লার স্তুপ জমে গিয়েছে। কতকাল যে এই স্কুলে পড়ুয়াদের পা পড়েনি, তা কোনও ঠিক নেই। 'কি করে এই ভৌতিক স্কুল চলছে? বরাদ্দ টাকা কোথায় যাচ্ছে'? এদিন হাইকোর্টে প্রশ্ন তোলেন মামলাকারীর আইনজীবী শুভ্র প্রকাশ লাহিড়ী।
শহরের বাইরে কয়েকটি জেলায় প্রাথমিক স্কুলের কি অবস্থা?
দার্জিলিং
মোট স্কুল: ৫৪১,
ছাত্র-শিক্ষক সমানুপাত ঠিক নেই: ৪৩২
স্কুল আছে, নেই ছাত্র বা শিক্ষক: ১৪
হাওড়া
মোট স্কুল: ২০৭৯
ছাত্র-শিক্ষক সমানুপাত ঠিক নেই: ১৫৫৬
স্কুল আছে, নেই ছাত্র বা শিক্ষক: ৩৩
উত্তর 24 পরগনা
মোট স্কুল: ৩৫৬৫
ছাত্র-শিক্ষক সমানুপাত ঠিক নেই: ৩০১২
স্কুল আছে, নেই ছাত্র বা শিক্ষক: ৪৮
দক্ষিণ 24 পরগনা
মোট স্কুল: ৩৭৯২
ছাত্র-শিক্ষক সমানুপাত ঠিক নেই: ৩০০০
স্কুল আছে, নেই ছাত্র বা শিক্ষক: ১০
পশ্চিম মেদিনীপুর
মোট স্কুল: ৩৪৯৮
ছাত্র-শিক্ষক সমানুপাত ঠিক নেই: ৩০২৮,
স্কুল আছে, নেই ছাত্র বা শিক্ষক: ১২