কসবায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে ধাক্কা পণ্যবাহী গাড়ির, সুরক্ষিত মন্ত্রী
পণ্যবাহী ওই গাড়িটিকে আটক করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে চালককে
নিজস্ব প্রতিবেদন: দুর্ঘটনার কবলে মন্ত্রী রাজীব বন্দ্য়োপাধ্যায়ের গাড়ি। মন্ত্রীর গাড়ির ক্ষতি হলেও বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন মন্ত্রী।
আরও পড়ুন-নতুন বছরে দেশবাসীকে উপহার! জরুরি ভিত্তিতে দেওয়া হবে Corona Vaccine, জানাল DCGI
রবিবার কসবার রাজাডাঙ্গায় রাজীব বন্দ্যোপাধ্য়ায়ের গাড়িকে ধাক্কা দেয় পণবাহী একটি গাড়ি। একই দিকে যাচ্ছিল দুটি গাড়ি। ওই পণ্যবাহী গাড়ির ধাক্কায় রাজীবের গাড়ির একাংশ ক্ষতিগ্রস্থ হয়। পণবাহী ওই গাড়িটিকে আটক করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে চালককে।
আরও পড়ুন-'অনৈতিকভাবে উঠাতে চাইছেন উপাচার্য', বিশ্বভারতীতে বিক্ষোভ আলাপনী সমিতির সদস্যদের
উল্লেখ্য, কয়েকদিন আগেই জামুরিয়ায় দুর্ঘটনার কবলে পড়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র কনভয়ের একটি গাড়ি। তাঁর কনভয়ে ঢুকে পড়ে একটি গাড়ি। আহত হন বাবুল সুপ্রিয়র আপ্ত সহায়ক। তবে মন্ত্রীর কোনও ক্ষতি হয়নি। আসানসোল থেকে কলকাতা ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে। গ্রেফতার করা হয় বাবুলের কনভয়ে ঢোকা গাড়ির চালককে।