শ্রেয়সী গঙ্গোপাধ্য়ায়: পঞ্চায়েত ভোটের ৪৮ ঘণ্টা আগে রাজ্য নির্বাচন কমিশনারকে চরম ভর্ৎসনা রাজ্যপালের। এদিন পিস কনফারেন্সের আয়োজন করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেই পিস কনফারেন্সেই রাজ্যপাল তুলোধনা করলেন রাজ্য নির্বাচন কমিশনারকে। চরম তিরস্কার করে তোপ দাগলেন,'আপনি আপনার দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। আগুন ও রক্ত নিয়ে খেলা চলছে। এত এত হিংসার জন্য দায় কার? আমি দেখেছি সন্তান হারিয়ে মায়ের কান্না। পঞ্চায়েত ভোটের হিংসায় খুনি কে? হিংসার ছবি দেখে আমি শঙ্কিত। রক্ত নিয়ে খেলা বন্ধ করতে হবে।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যপাল সি ভি আনন্দ বোস আরও বলেন, 'আমি জেনে এসেছিলাম যে এটা গুরুদেবের ভূমি। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির।' কিন্তু বাস্তবের ছবিটা তা নয় বলেই মত রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। তাঁর কথায়, 'আমার মোহভঙ্গ হয়েছে। হিংসা দীর্ণ ঘটনাস্থলে গিয়ে আমি দেখেছি, মানুষের মন ভয়ে ভর্তি। তাঁরা মাথা নিচু করে বাঁচছেন। মানুষ শুধু একটাই প্রশ্ন আপনাকে করছে, আমাদের জীবন ফেরত দিন।' এই হেন পরিস্থিতিতে কমিশনারকে রাজধর্ম পালনের কথা মনে করান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। 


রাজ্য নির্বাচন কমিশনারের উদ্দেশে রাজ্যপালের কড়া নির্দেশ,'নির্বাচনকে বুলেটপ্রুফ বানান, ব্যালটপ্রুফ নয়। বুধে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করুন। সিসিটিভি বসান, নজরদারি চালান। ভুয়ো ব্যালট ছাপা বন্ধ করুন।'  তিনি অভিযোগ করেন, মানুষ বলছে ডুপ্লিকেট ব্যালট পেপার ছাপা হচ্ছে। এসব বন্ধ করতে হবে। নিরুপায় অসহায় মানুষ হিংসার বলি হচ্ছে। এটা হতে দেওয়া যায় না। পাশাপাশি, পিস কনফারেন্স থেকে রাজ্যপাল ভাঙড়, ক্যানিং, কোচবিহার, দিনহাটা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, মালদা, চোপড়া, বাসন্তী. মেদিনীপুরের স্পর্শকাতর বুথগুলিতে যথাযথ নজরদারি চালানোর জন্য বলেন। 


রাজ্যপালের এই কড়া ভর্ৎসনার মুখে পড়ে কোনও মন্তব্য করতে চাননি রাজ্য নির্বাচন কমিশনার। তাঁকে এপ্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি শুধু বলেন, 'নো কমেন্টস।' ওদিকে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে একহাত নিয়েছেন কুণাল ঘোষ। তোপ দেগে তিনি বলেন, 'বিজেপির দালালের মত কাজ করছেন রাজ্যপাল। নেতাজি টুপি পরলেই নেতাজি সাজা যায় না।'


আরও পড়ুন, WB Panchayat Election 2023: 'গোষ্ঠীদ্বন্দ্বেই খুন বাবা, সিবিআই চাই', আনন্দের পা ধরে কান্না জিয়ারুলের মেয়ের! কড়া বার্তা রাজ্যপালের...



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)